Bajaj Platina 110: এইবার মাত্র ৮০০০ টাকাতেই কিনে নিন দুর্ধর্ষ ফিচারস সহ বাজাজের এই বাইকটি; জানুন বিস্তারিত

WhatsApp Channel Join Now
Telegram Channel Subscribe

Bajaj platina 110:  নতুন প্রজন্মের কথা মাথায় রেখে প্রত্যেক টু-হুইলার কোম্পানি চেষ্টা করছে নতুন নতুন বাইক বাজারে লঞ্চ করার। তবে এক্ষেত্রে এক ধাপ এগিয়ে আছে ভারতের অন্যতম টু হুইলার সংস্থা Bajaj Motors। একের পর এক নতুন বাইক বাজারে এনে তরুন প্রজন্মকে রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে এই বাইক সংস্থা।এবারেও তারা নিয়ে এসেছে এরকমই একটি বাইক Bajaj platina 110। 

Bajaj Platina 110
Bajaj Platina 110

চলতি বছর হোলি উপলক্ষে খুশির অফার নিয়ে হাজির হয়েছিল Bajaj Motors। মাত্র 8000 হাজার টাকা ইনভেস্ট করে বাড়িতে আনা যেতে পারে এই Baja Platina 110 । এই আট হাজার টাকার ডাউন পেমেন্ট করার পরে পরবর্তী মাসিক কিস্তির পরিমানও আকাশ ছোঁয়া হবেনা কারন পরবর্তী ৩৬ মাস পর্যন্ত  মাত্র 2,380 টানা দিতে হবে। 

Bajaj Platina 110 Features

বর্তমানে বাইকের সুরক্ষা বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ফিচার হল ABS অর্থাৎ অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। সাধারণ এই ধরনের ফিচারগুলি হাই এন্ড স্পোর্টস বাইক বা ভারি মোটরসাইকেল এর ক্ষেত্রেই ব্যবহার করা হলেও bajaj এর এই নতুন বাইক অর্থাৎ bajaj platina 110 বাইক টিতে থাকছে এই ফিচারটি। কম দামে বেশি মাইলেজও পাওয়ার সুবিধা রয়েছে  এই দুর্ধর্ষ বাইকটিতে। 

Bajaj Platina
Bajaj Platina

Bajaj সংস্থার তরফে দাবি করা হয়েছে Bajaj Platina 110 বাইকটি প্রতি লিটার তেলে 70 কিমি পর্যন্ত যেতে পারবে। সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম এর পাশাপাশি এতে আছে সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 8.6 পি এস শক্তি এবং 9.81 টর্ক তৈরি করতে সক্ষম। সঙ্গে রয়েছে 5 স্পীড গিয়ার বক্স। 

Bajaj Platina 110 Bike Price:

Bajaj Platina
Bajaj Platina

নগদে বাইকটি কিনতে হলে এর দাম হতে পারে 95000 হাজার টাকা।বাজারে বাইকটির দাম 79,821 টাকা(এক্স শোরুম)। অন রোড প্রাইস 95,174 টাকা বা একটু বেশি। তবে নগদ এত গুলো টাকা যারা এই মুহূর্তে খরচ করতে চাইছেন না তাদের জন্য রয়েছে মাসিক কিস্তির সুবিধা। ব্যাঙ্ক থেকেও পাওয়া যাবে 73,867 টাকার লোন । প্রথমে 8000 টাকা ডাউন পেমেন্ট করার পর মাসিক 2,380 টাকা 36 মাস পর্যন্ত ইএমআই দিলেই শোধ হয়ে যাবে গাড়ির টাকা।

20240328 125058, Bajaj Platina 110, Bajaj Platina 110: এইবার মাত্র ৮০০০ টাকাতেই কিনে নিন দুর্ধর্ষ ফিচারস সহ বাজাজের এই বাইকটি; জানুন বিস্তারিত

আরও পড়ুন: Yamaha XT 500 H2O: এযেন অবিশ্বাস্য কান্ড! তেলের বদলে এইবার জলেই ছুটবে বাইক; জানুন কীভাবে

Leave a Comment