West Bengal New Scheme: পশ্চিমবঙ্গ রাজ্যের জনসাধারণের কল্যাণের জন্য একের পর এক নতুন নতুন প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এর মধ্যে রয়েছে স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি। তবে এবার রাজ্য সরকার রাজ্যের জনসাধারণের জন্য আবারও একটি নতুন প্রকল্প চালু করেছেন যেখানে রাজ্যের মহিলারা প্রত্যেক মাসে ৫০০০ টাকা করে পেতে পারেন। এত বড় সুবিধা তাহলে বুঝতেই পারছেন এটি লক্ষী ভান্ডারের থেকে অনেক বড় প্রকল্প। আর এই প্রকল্পে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারাই আবেদন করতে পারবেন।
জানা গিয়েছে, সাধারণত রাজ্যের মহিলারা যাতে নিজে স্বনির্ভর হতে পারে সেজন্যই রাজ্য সরকারের তরফে নতুন এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পে রাজ্যের মহিলারা পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন। এই প্রকল্পটির নাম হলো, ‘জাগো প্রকল্প’।
সূত্রের খবর, এই প্রকল্পে শুধুমাত্র রাজ্যের মহিলারাই আবেদন করার সুযোগ পাবেন। রাজ্যের তথা পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারাই এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। তবে এক্ষেত্রে মহিলাদের অবশ্যই ৬ মাসের বেশি ব্যাংক একাউন্ট থাকতে হবে। এছাড়াও মহিলা যদি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকেন তাহলে আগে এই প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে যাবেন।
এক্ষেত্রে স্বনির্ভর দলের গড় বয়স হতে হবে কমপক্ষে এক বছর। এবং এখানে আবেদন করা যাবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি রাজ্য সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন। যাতে পরবর্তীকালে অনলাইনের মাধ্যমেই আবেদন জানাতে পারবেন।