E-Luna Engine & Photo:
কাইনেটিক গাড়িটি একসময় খুবই জনপ্রিয় ছিল। এই গাড়িটি মূলত পেট্রোল ইঞ্জিন চালিত ছিল। তবে এবার ই-ভেহিকেল বানিয়ে সব কোম্পানিকেই এককথায় চমক দিয়েছে কাইনেটিক সংস্থা। কাইনেটিক ই-লুনা নামের প্রথম ইলেকট্রিক দুচাকা গাড়িতে আপনি পেয়ে যাবেন ২ কিলোওয়াট পাওয়ারের ব্যাটারি প্যাক এবং ১.২ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন মোটর। এই মোটর সর্বোচ্চ 22 এনএম টর্ক উৎপন্ন করতে পারে। কোম্পানি দাবি করছে, ফুল চার্জে এই গাড়ির রেঞ্জ হবে ১০০ কিলোমিটার। এছাড়াও এই গাড়ি সর্বোচ্চ ৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে দৌড়তে পারে। আর এটি ফুল চার্জ হতে সময় নেয় ৪ ঘণ্টা। স্কুটারের ১৫০ কেজি অবধি লোড ক্যাপাসিটি আছে।
E-Luna Features & Price:
এই ইলেকট্রিক ভিহাইকেলে রয়েছে একাধিক অত্যাধুনিক ফিচার্স। এই গাড়ির সঙ্গে মিলবে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, লিভার লক, ডিট্যাচেবেল রিয়ার সিট, ১৬ ইঞ্চি স্পোক হুইল এবং ইউএসবি চার্জিং পয়েন্ট।লাল, হলুদ, কালো, নীল এবং সবুজ রঙে বাজার থেকে এই ই মপেড কিনতে পারবেন।মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই বর্তমানে কাইনেটিক ই-লুনার এক্স-শোরুম দাম করা হয়েছে ৬৯,৯৯০ টাকা।
গত ২৬ শে জানুয়ারি থেকে এই গাড়িটির বুকিং শুরু হয়ে গিয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে মাত্র ৫০০ টাকার বিনিময়ে এই বুকিং করা যাচ্ছে । সংস্থা অবশ্য দাবি করছে, এখনও অবধি এই স্কুটারের জন্য ৪০ হাজারের বেশি বুকিং জমা পড়েছে। নির্মাতা সংস্থা জানিয়েছে আগামী দিনে এই গাড়িকে দেশীয় বাজারে আরো জনপ্রিয় করে তোলা হবে। সংস্থার এক আধিকারিক এই বিষয়ে বলেন, “পরবর্তী আর্থিক বছরের মধ্যে আমরা ই-লুনা-র এক লাখ মডেল বিক্রি করার পরিকল্পনা করছি। কারণ লক্ষ্য পরের বছরের মধ্যে টার্নওভারের অঙ্ক ১,২০০ কোটিতে পৌঁছানোর লক্ষ্যমাত্রা রাখছি আমরা”।