ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

Yakuza Karishma: মধ্যবিত্তের জন্য দুর্দান্ত গাড়ি! মাত্র 1.79 লাখ টাকায় 60 কিমি রেঞ্জ, জানুন বিস্তারিত

Published on:

Yakuza Karishma: ভারতে টু-হুইলারের বাজারে প্রতিনিয়তই ইলেকট্রিক বাইকের সংখ্যা বেড়েই চলেছে। দিনের পর দিন বিভিন্ন সংস্থার পর এক নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ হয়েই চলেছে । ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা বাড়ছে,আর এই চাহিদা থেকে বর্তমানে ইলেকট্রিক ফোর হুইলার ভারতীয় বাজারে চলে এসেছে। ইলেকট্রিক গাড়ির দুনিয়াতেও নতুন নতুন মডেল আসছে বাজারে। যদিও ইভির দাম অনেকটাই বেশি থাকছে, কিন্তু এবার সে চিন্তাও দূর করেছে Yakuza Karishma। সংস্থার পক্ষ থেকে এই গাড়ির যে দাম ঘোষণা করা হয়েছে, তার হিসেবে এটাই ভারতের সবথেকে সস্তা ইলেকট্রিক গাড়ি হতে চলেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Yakuza Karishma- এর ব্যাটারি ও পারফরম্যান্স:

Yakuza Karishma একটি মিনি ইলেকট্রিক গাড়ি।এই ইলেকট্রিক গাড়ির ব্যাটারি ক্যাপাসিটি ৬০ ভোল্ট ৪৫ এএইচ।এই ইলেকট্রিক গাড়ি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ৬-৭ ঘণ্টা।সম্পূর্ণ চার্জে ইয়াকুজা ক্যারিশ্মা (Yakuza Karishma) গাড়িতে একটানা ৫০-৬০ কিমি অবধি যাওয়া যাবে।গাড়িটি হরিয়ানার একটি ইলেকট্রিক যানবাহন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে তৈরি করা হয়েছে। জানা যাচ্ছে সামনেই গাড়িটি ভারতের বাজারে লঞ্চ করা হবে।

আরও পড়ুন: TVS NTorq: এযেন অবিশ্বাস্য! 55 কিমি মাইলেজ তাও আবার 37 হাজারে! আজই ঘরে আনুন সস্তার এই স্কুটি

Yakuza Karishma ইলেকট্রিক গাড়ির ফিচারস:

এই মিনি ইলেকট্রিক গাড়িতে বেশ কিছু আধুনিক ফিচারের ব্যবহার করা হয়েছে। ৩ সিটের এই গাড়ির ফিচার্সের মধ্যে প্রথমেই উল্লেখ করতে হয় বোল্ড এলইডি ডিআরএলের কথা।সঙ্গে রয়েছে নতুন জেনারেশনের অ্যালয় হুইল।স্টাইলিশ এবং আকর্ষণীয় গ্রিলও ইয়াকুজা ক্যারিশ্মা গাড়ির অন্যতম বৈশিষ্ট্য।ইয়াকুজা ক্যারিশ্মাতে ভেন্টিলেটেড রুফ, রিভার্স পার্কিং ক্যামেরার সুবিধে থাকছে।একইসঙ্গে এই গাড়িতে দুটো এয়ার ব্লোয়ারও পাওয়া যাবে।

Yakuza Karishma ইলেকট্রিক গাড়ির দাম:

ইয়াকুজা ক্যারিশ্মা ইলেকট্রিক গাড়ির দাম মাত্র ১.৭০ লাখ টাকা। অর্থাৎ একটি ইলেকট্রিক বাইকের দামেই আপনি পেয়ে যাবেন একটি আস্ত চার-চাকার গাড়ি।সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, এই গাড়ি কিনতে চাইলে সংস্থার ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে পারেন যে কেউ।

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment