Maruti Suzuki WagonR: Maruti কোম্পানির গাড়ির চাহিদা ভারতীয় বাজারে বিশাল। Maruti-র ভারতীয় বাজারে SUV সেগমেন্টের গাড়ির চাহিদা ক্রমেই বাড়ছে। বিশেষ করে মানুষ কম্প্যাক্ট SUV, হ্যাচব্যাক সেগমেন্টের গাড়ি পছন্দ করছে। এর মধ্যে Maruti Suzuki এর গাড়িগুলি এগিয়ে রয়েছে। তবে জানেন কি ঠিক কোন গাড়িটি সবার প্রথমে রয়েছে বিক্রয়ের নিরিখে? সংস্থার পরিসংখ্যানে দেখা যাচ্ছে Suzuki ওয়াগনড় গাড়িটি এই মুহুর্তে বিক্রির নিরিখে সংস্থার প্রথম সারিতেই রয়েছে।
Maruti Suzuki WagonR: Details:
Maruti Suzuki WagonR ভারতে সবথেকে বেশি বিক্রিত গাড়ি হয়ে উঠেছে। কোম্পানি এপ্রিল মাসে এই গাড়িটির মোট 20,879 ইউনিট বিক্রি করে।এই গাড়িটি দুটি পেট্রোল ইঞ্জিন বিকল্পের সাথে আসে। একটি ভেরিয়েন্ট 1.0lt আর অপরটি 1.2lt.পেট্রোল ইঞ্জিন ছাড়াও গাড়িটির CNG ভেরিয়েন্টও রয়েছে। গাড়িতে যে 1 লিটার পেট্রল ইঞ্জিন রয়েছে তার মাইলেজ 25.19 কিমি প্রতি লিটার। 1.2 লিটারের যে ডুয়ালজেট পেট্রল ইঞ্জিন রয়েছে সেখানে মাইলেজ 24.03 কিমি প্রতি লিটার। CNG ভেরিয়েন্টের মাইলেজ 34.05 কিমি প্রতি কেজি।
গাড়ির সুরক্ষার কথা যদি তাহলে এতে থাকছে অ্যান্টি লক ব্রেক, চাইল্ড সেফটি লক, অ্যান্টি থেফট অ্যালার্ম, ডুয়াল এয়ার ব্যাগ রিয়ার সিট বেল্ট, সিট বেল্ট ওয়ার্নিং, ক্র্যাশ সেন্সর, স্পিড এলার্ট, হিল অ্যাসিস্ট এবং ইলেক্ট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল।গাড়িটি ম্যানুয়াল ট্রান্সমিশনে মাইলেজ দেয় 24 কিলোমিটার এবং অটোমেটিক ট্রান্সমিশনে 25 কিলোমিটার। 5 জন যাত্রী নিতে পারে গাড়িটি। এবং তাদের সুবিধার জন্য রয়েছে এয়ার কন্ডিশনার, হেডরেস্ট, ভ্যানিটি মিরর, রিয়ার পার্কিং সেন্সর, নেভিগেশন সিস্টেম, কিলেস এন্ট্রি ও ভয়েস কমান্ড।7 ইঞ্চি টাচস্ক্রিন সহ গাড়িতে মিলবে ব্লুটুথ কানেক্টিভিটি, স্পিকার, রেডিও, ডুয়াল টোন ড্যাশবোর্ড ইত্যাদি। এই গাড়ির বুট স্পেস 341 লিটার। বর্তমানে অন্যান্য অনেক চারচাকাকে পিছনে ফেলে রেখে ওয়াগনর ভারতীয় বাজারে সেরার স্থান দখল করে রেখেছে।
1 thought on “Maruti Suzuki WagonR: দুর্দান্ত মাইলেজ সহ আকর্ষণীয় ফিচারস; বিক্রির নিরিখে রেকর্ড গড়েছে মারুতির এই গাড়ি! জানুন বিস্তারিত”