ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

Yamaha XT 500 H2O: এযেন অবিশ্বাস্য কান্ড! তেলের বদলে এইবার জলেই ছুটবে বাইক; জানুন কীভাবে

Published on:

Yamaha XT 500 H2O: দিন দিন যেভাবে পেট্রোল বা ডিজেলের দাম উর্ধ্বমুখী হচ্ছে তাতে তেলের খরচা বাঁচাতে সকলেই আগ্রহী হচ্ছেন ইলেকট্রিক স্কুটার বা ইলেকট্রিক বাইকের প্রতি। একে অপরকে টেক্কা দিতে ইতিমধ্যে বিভিন্ন বাইক সংস্থা তাদের বিভিন্ন ইলেকট্রিক চালিত গাড়ি লঞ্চ করেছে বাজারে। আর এরই মধ্যে বাইকের বাজারে বিপ্লব আনতে চলেছে yamaha কোম্পানি। Yamaha বাজারে আনতে চলেছে তাঁদের অভিনব বাইক Yamaha XT500 H2O। জানা যাচ্ছে, তেল বা ইলেকট্রিক নয় কেবল মাত্র জল ভরলেই ছুটবে এই বাইক। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Yamaha XT 500 H2O:

Yamaha Xt 500 H2O
Yamaha Xt 500 H2O

বর্তমানে ১৮- এর গণ্ডি পার করলেই প্রতিটি যুবক বাইকের প্রতি আগ্রহী হয় আবার অনেকে কাজের জন্যও বাইক বা স্কুটি কিনে থাকেন। তবে বর্তমানে বাইকে কিনতে গেলে নগদ টাকা দিতে হচ্ছে না। অল্প কিছু ডাউন পেমেন্ট করেই মিলছে গাড়ি আর বাকি টাকা EMI। সেই সঙ্গে ব্যাংক থেকেও মিলছে লোন।ঠিক এই কারণেই বাইকে কেনা এখন অতি সহজ।তবে কেবলমাত্র মোটরসাইকেল কিনলেই তো আর চলবে না। সঙ্গে প্রয়োজন পেট্রোল খরচের টাকাটা। তবে এইবার আর সেই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না।

দুর্দান্ত সুযোগ নিয়ে হাজির জনপ্রিয় মোটরসাইকেল নির্মাণ সংস্থা Yamaha। খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Yamaha XT500 H2O। জ্বালানির জ্বালায় অতিষ্ঠ আমজনতা। পেট্রোল, ডিজেল সহ খনিজ তেলের ভাণ্ডার ক্রমশ ফুরিয়ে আসছে। আর সে কারণে হু হু করে দাম বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের। এই সমস্যার হাত থেকে মধ্যবিত্তকে বাঁচাতে বিকল্প জ্বালানির পথ খুঁজে বেড়াচ্ছেন বিজ্ঞানীরা। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে Maxime Lefevre দুর্দান্ত একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। খুব শীঘ্রই তারা এমন একটি বাইক লঞ্চ করতে চলেছে যেটি পেট্রল বা ডিজেল নয় বরং ছুটবে জলের সাহায্যে। হ্যাঁ অবিশ্বাস্য মনে হলেও খুব শীঘ্রই এটি হতে চলেছে সত্য। সম্প্রতি Maxime Lefevre এর তরফে প্রকাশ্যে আনা হয়েছে Yamaha XT 500 H2O র ছবি।

Yamaha XT 500 H2O Features: 

Yamaha Xt 500 H2O
Yamaha Xt 500 H2O

বিভিন্ন রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই বাইকটি তৈরি করার জন্য Yamaha কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছে Maxime Lefevre। 2016 সালে Yamaha র সঙ্গে এই বাইকটির প্রথম স্কেচ শেয়ার করেছিল Maxime Lefevre। আর তারপর থেকেই শুরু হয় জোর কদমে কাজ। বাইকের ইঞ্জিন ফ্রেম ডেভেলপমেন্ট থেকে ডিজাইন সহ অন্যান্য আনুষঙ্গিক কাজকর্মের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে Yamaha। তবে এতদিনে প্রকাশ্যে এলো এই বাইকের ছবি।

1975-1981 পর্যন্ত ভারতের বাজারে ব্যাপক বিকৃত হয়েছিল Yamaha XT500। নতুন এই Yamaha XT500 H2O বাইক টিও দেখতে অনেকটাই আগের yamaha বাইকটির মতো। ওজন কম হওয়ার কারণে খুব সহজেই যে কোন অঞ্চলে চলতে সক্ষম ছিল এই বাইকটি। বাইকে ছিল 499 সিসি ফোর্স টোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। 160 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় ছুটতে পারতো এই বাইক।গাড়ির যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে হোয়াইট শেডেড টায়ার। ওয়াটার পাওয়ার মোটরবাইকের মাধ্যমে পরিবেশ দূষণের সম্ভাবনা যেমন থাকছে না ঠিক তেমনই জ্বালানি নিয়েও থাকছে না কোনো চিন্তা। এমনকি ইলেকট্রিক বাইকের তুলনায় অনেক কম খরচ হবে এই বাইকে।

20240328 125058, Yamaha Xt 500 H2O, Yamaha Xt 500 H2O: এযেন অবিশ্বাস্য কান্ড! তেলের বদলে এইবার জলেই ছুটবে বাইক; জানুন কীভাবে

আরও পড়ুন: Bajaj Platina: লাগবে না পেট্রোল বা ইলেকট্রিক! এইবার CNG তেই ছুটবে গাড়ি, জানুন বিস্তারিত 

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment