Bajaj Dominar: ভারতের বাজারে Bajaj ডমিনার- এর চাহিদা রয়েছে। তবে এই ব্র্যান্ড বহুদিন ধরে কোনো আপডেট পায়নি। ক্রেতারা সেই কারনে একটু হলেও বিরক্ত। এবারে ক্রেতাদের অনেকদিনের হাপিত্যেশ পূরণ করতে চলেছে জনপ্রিয় এই সংস্থা। সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে বড়সড় আপডেট সমেত এই বাইক আসতে চলেছে। বাজাজ অটো’র কার্যনির্বাহী আধিকারিক রাকেশ শর্মা সম্প্রতি Pulsar NS400Z লঞ্চের মঞ্চ থেকে একথা ঘোষণা করেছিলেন ।ডমিনার বাইকটি ২০১৭-তে প্রথম লঞ্চ হয়, কিন্তু বাজাজের পালসার ব্র্যান্ডের মতো বাজারে জায়গা করে উঠতে সক্ষম হয়নি এই বাইকআর এই কারনেও আবারও নতুনরূপে ডমিনারকে বাজারে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে বাজাজ অটো।
Bajaj Dominar 400 ও Bajaj Dominar 250 Update Version:
Bajaj Dominar 400 ও Bajaj Dominar 250-র আপডেট ভার্সন আসছে। বর্তমানে বাজাজ ডমিনার ৪০০ ও ২৫০ সিসি ইঞ্জিন সমেত অফার করা হয়। Dominar 400 এখন 373.3cc লিকুইড-কুলড, একক সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত হবে যা 40PS এবং 35Nm উৎপাদন করে। যেখানে Dominar 250 তে 248.77cc লিকুইড-কুলড সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন থাকবে যা 27PS এবং 23.5Nm উৎপাদন করবে।
সংস্থার পক্ষ থেকে বাইকটির লঞ্চের নির্দিষ্ট সময়কাল সম্পর্কে কিছুই জানানো হয়নি। এই বাইকগুলির আপডেট ভার্সেনে নতুন আপডেটের তালিকায় একাধিক রাইডিং মোড সহ রাইড বাই ওয়্যার, ট্রাকশান কন্ট্রোল, ব্লুটুথ কানেক্টিভিটি সহ নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, এবং টার্ন বাই টার্ন নেভিগেশন যুক্ত হতে পারে। আবার নতুন গ্রাফিক্স ও কালার অপশনের দেখা মিলতে পারে বলেও শোনা যাচ্ছে।
ডিজাইন,ফিচার্সের পাশাপাশি Dominar 400 ও Dominar 250-র কারিগরিতেও হাত দিতে পারে বাজাজ। এই বাইকগুলির আপডেট ভার্সনে বৃহত্তর ফুয়েল ট্যাঙ্ক পরিলক্ষিত হতে পারে। এর ফলে যারা দূরের রাস্তায় যাবে তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধাদায়ক হবে।
Bajaj Dominar: দাম:-
Bajaj Dominar 400 এর এক্স শোরুম দাম পড়বে ২.৩১ লাখ টাকা। অন্যদিকে Bajaj Dominar 250-র এক্স শোরুম দাম পড়বে ১.৮৫ লাখ টাকা।
2 thoughts on “Bajaj Dominar: বাজার কাঁপাতে নতুন রূপে আসছে বাজাজ ডমিনার; জানুন বিস্তারিত তথ্য”