টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন বাসবদত্তা চ্যাটার্জী ( Basabdatta Chatterjee)। ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন তিনি। ‘বয়েই গেল’ ( Boyei gelo) ধারাবাহিকের মাধ্যমে তিনি ভীষণ জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপরে ‘নেতাজি’ ( Netaji) ধারাবাহিকে নেতাজির মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।এছাড়াও ‘রক্তরহস্য’ ( Rwakto Rahassa) নামক একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাছাড়া বিভিন্ন ধরনের অ্যাড এও তাকে অভিনয় করতে দেখা যায়।
সম্প্রতি অভিনেত্রী পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ।তাই জন্য আপাতত তিনি অভিনয় জগত থেকে দূরে রয়েছেন। তবে বর্তমানে বিভিন্ন রকমের বিতর্কের শীর্ষে রয়েছেন তিনি। এ কথা সকলেরই জানা যে পরিচালক বাপ্পার (Bappa) বিরুদ্ধে যৌ’ন হে’ন’স্থা’র অভিযোগ এনেছিলেন নায়িকা সুকন্যা দত্ত ( Sukanya Dutta)।
ফলে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে তিনি জানিয়েছিলেন যে সবাইকে সাবধান থাকার জন্য । একটি শর্টফিল্ম ( Short film) এ অভিনয়ের জন্য নাকি সুকন্যা দত্ত কে সেই পরিচালক কুপ্রস্তাব দিয়েছিলেন। এমনকি নায়িকা সুকন্যা দত্ত জানিয়েছেন যখন তিনি যখন পরিচালকের এই প্রস্তাবে অসম্মতি দেন তখন নাকি সেই পরিচালক তাকে বাসবদত্তার উদাহরণ দেন। পরিচালক বাপ্পা নাকি জানিয়েছেন যে বাসবদত্তাও এভাবেই অভিনয় জগতে সুযোগ পেয়েছিলেন।
তবে এই ঘটনাটি পুরোপুরি অস্বীকার করেছেন অভিনেত্রী বাসাবদত্তা চাটার্জী। পুরো ঘটনায় তিনি বেশ ক্ষুব্ধ ।এমনকি এর জন্য তিনি আইনি সাহায্য নিয়েছেন। একটি সাক্ষাৎকারে ( Interview) তিনি জানিয়েছেন যে তিনি পরিচালক বাপ্পাকে কেবলমাত্র কাজের জন্য চেনেন। এছাড়াও তিনি বরাবরই প্রচারবিমুখ এবং 12 বছরের দীর্ঘ অভিনয় জীবনে তাকে কখনোই এরকম বদনাম পেতে হয়নি।