Cheapest Electric Car: গাড়ি কেনার শখ প্রতিটি মানুষেরই থাকে। এক্ষেত্রে অনেকসময়ই বাধা হয়ে দাড়ায় গাড়ির খরচা। ইতিমধ্যেই পেট্রোল ডিজেলের দামের কারনে মাথায় হাত পড়েছে অনেকেরই। সেই কারনেই বর্তমান সময়ে দাঁড়িয়ে ইলেকট্রিক ভেইকেল এর চাহিদা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। একদিকে ক্রমাগত মূল্যবৃদ্ধি অপরদিকে পরিবেশ এর কথা মাথায় রেখে বাজারে ইলেকট্রিক গাড়ির আগমন বেশ ভালোভাবেই নিয়েছে সাধারন মানুষ। কাজেই এই ডামাডোলের বাজারে অতিরিক্ত পেট্রোল ডিজেলের খরচ বাড়াতে বিভিন্ন কোম্পানি প্রায়শই নতুন মডেলের এবং বিভিন্ন ফিচারস সহ ইলেকট্রিক বাইক, স্কুটি এবং গাড়ি আসছে বাজারে। শুধু দেশেই নয় বরং বিশ্বব্যাপী EV এর চাহিদা বেড়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আর একটি দুর্দান্ত ইলেকট্রিক গাড়ি। এক্ষেত্রে আপনিও যদি ইলেকট্রিক গাড়ি কেনার কথা ভাবেন তাও আবার সাধারন মানুষের বাজেটের মধ্যে তাহলে আজকের প্রতিবেদন টি আপনার জন্যই।
Yakuza Karishma Electric Car:
প্রতিটি মানুষই তার পছন্দের গাড়ি কেনার সময় বেশ কিছু জিনিস ক্ষতিয়ে দেখে নেন। এক্ষেত্রে সবচেয়ে বেশী প্রাধান্য যেমন দেওয়া হয় দামের দিকে ঠিক তেমনই গাড়ির মাইলেজ বা স্পেসিফিকেশন এর দিকেও নজর দেওয়া হয়। এই সবকিছুর দিক থেকেই এই ইলেকট্রিক গাড়িটি আপনার জন্য পারফেক্ট হতে পারে। এই গাড়িটি Yakuza নিয়ে এসেছে বাজারে। Yakuza র এই মডেলটি হলো Karishma Electric Car। জেনে নিন এই গাড়ির রেঞ্জ স্পেসিফিকেশন সহ এর দাম।
Yazuka Karishma Electric Car’s Battery :
গাড়িটিতে দেওয়া হয়েছে ৬০V৪২ AH ব্যাটারি। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এই গাড়িটি একবার ফুল চার্জ করলে সর্বোচ্চ ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম হবে। সেক্ষেত্রে যদি স্বল্প দূরত্বের কাজের জন্য আপনি একটি গাড়ি চান তাহলে এটি আপনার জন্য মানানসই হবে। এই গাড়িটি পুরোপুরি চার্জ হতে সময় নেবে সর্বোচ্চ ৬ থেকে ৭ ঘন্টা পর্যন্ত।
আরও পড়ুন: TVS NTorq: এযেন অবিশ্বাস্য! 55 কিমি মাইলেজ তাও আবার 37 হাজারে! আজই ঘরে আনুন সস্তার এই স্কুটি
Yazuka Karishma Electric Car’s Specification
এই গাড়িটিতে রয়েছে দুর্দান্ত কিছু ফিচারস। যার মধ্যে অন্যতম হলো সানরুফ। এছাড়াও এই গাড়িটিতে দেওয়া হয়েছে ব্রড হিলস, LED ফগ, পাওয়ার উইন্ডো, LED DRL, ইন্সট্রুমেন্ট ডিসপ্লে এর মতো একাধিক সুবিধা।
Yazuka Karishma Electric Car Price:
Yazuka এর এই চারচাকা গাড়িটির দাম শুনলে অবাক হবেন আপনিও। আপনি যদি একটি বাইক কেনার কথা ভাবেন তাহলে একটু দাড়িয়ে যান। কারন যেই দামে আপনি একটি বাইক কিনবেন কার্যত সেই দামেই আপনি পেয়ে যাচ্ছেন এই ইলেকট্রিক গাড়িটি। এই গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র ১.৭০ লক্ষ টাকা। যেটি মোটামুটি বেশীরভাগ মানুষের বাজেটের মধ্যেই পড়ে যাবে। কাজেই আপনি চাইলে এখুনি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুকিং সম্পন্ন করতে পারেন এই গাড়িটির।
1 thought on “Cheapest Electric Car: দুর্দান্ত মাইলেজ ও অত্যাধুনিক ফিচার্স সহ এইবার বাইকের দামে ঘরে আনুন EV গাড়ি; জানুন বিস্তারিত”