ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

Bajaj RE E TEC 9.0: মধ্যবিত্তদের জন্য সুখবর! কম বাজেটে Bajaj লঞ্চ করছে তাদের ই-রিকশা

Published on:

Bajaj RE E TEC 9.0: পরিসংখ্যানে দেখা গেছে চার চাকার বাজারে লাভের পরিমাণ বেশি আর সেই কারনেই বেশিরভাগ বড় বড় সংস্থাই চারচাকা গাড়ি বানানোর দিকেই বেশি খেয়াল করে।অবশ্য Bajaj Auto. এই ক্ষেত্রে অনেকটাই আলাদা। Bajaj Auto ভারতে দুই চাকা, চার চাকার বিক্রি করার সাথে সাথে তিন চাকার গাড়িও বিক্রি করে থাকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মানুষের নিত্যদিনের যাতায়াতের মাধ্যম শুধুমাত্র এখন ট্রেন বাস বা অটো ট্যাক্সি তেই সীমাবদ্ধ নেই।এর পাশাপাশি বর্তমানে ই-রিক্সা, ইলেকট্রিক থ্রি হুইলারেরও বড়ো সরো ভূমিকা রয়েছে। শহরতল থেকে শুরু করে গ্রামীণ এলাকা সহ বিভিন্ন জনপ্রিয় পর্যটন কেন্দ্রে এখন যাতায়াতের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ই রিক্সা,ইলেক্ট্রিক থ্রি হুইলারের মতো গাড়িগুলি।এবার এই থ্রি হুইলারের চাহিদার কথা মাথায় রেখেই Bajaj বাজারে নিয়ে এসেছে তাদের নতুন ইলেকট্রিক অটোরিকশা। Bajaj এর এই ইলেক্ট্রিক অটোরিকসা Bajaj RE E TEC 9.0 সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Bajaj RE E TEC 9.0: ব্যাটারি ও রেঞ্জ:-

এই গাড়িতে 8.9 Kwh ব্যাটারি ক্ষমতা সহ একটি শক্তিশালী মোটর রয়েছে যা থেকে 36NM টর্ক জেনারেট হয়।বাজাজের এই ইলেকট্রিক অটোরিকশার টপ স্পিড উঠবে 45 কিমি প্রতি ঘন্টা। কোম্পানি দাবি করেছে যে এই অটোরিকশা সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৪ ঘন্টা ৩০ মিনিট, এই চার্জে ১৭৮ কিলোমিটার চলতে সক্ষম।

Bajaj RE E TEC 9.0: ফিচার্স ও দাম:-

এই অটোরিকশাটিতে একক ওয়াইপার দিয়ে লাগানো একটি খুব শক্তিশালী উইন্ডশিল্ড দেওয়া হয়েছে। এতে গ্রিপসহ হ্যান্ডেল বার রয়েছে যা চালানো সহজ করে তোলে।এই ইলেকট্রিক রিকশাটি স্প্রিং ফ্রন্ট সাসপেনশন সহ সিঙ্গেল শক অ্যাবজরবার ও স্প্রিং রিয়ার সাসপেনশন সহ আসে। এছাড়াও অটো রিক্সাটিতে রয়েছে শক্তিশালী চ্যাসিস, বড় টিউবলেস রেডিয়াল টায়ার, উন্নত PMS মোটর।‌ Bajaj RE E TEC 9.0 এর দাম নির্ধারন করা হয়েছে 3,65,419 লক্ষ টাকা।

আরও পড়ুন: Cheapest Electric Car: দুর্দান্ত মাইলেজ ও অত্যাধুনিক ফিচার্স সহ এইবার বাইকের দামে ঘরে আনুন EV গাড়ি; জানুন বিস্তারিত

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

1 thought on “Bajaj RE E TEC 9.0: মধ্যবিত্তদের জন্য সুখবর! কম বাজেটে Bajaj লঞ্চ করছে তাদের ই-রিকশা”

Leave a Comment