ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

TVS Sport: দুর্দান্ত মাইলেজ সহ মধ্যবিত্তদের জন্য সস্তায় পুষ্টিকর বাইকের সন্ধান দিচ্ছে TVS! দাম মাত্র ৬০ হাজার টাকা! জানুন বিস্তারিত

Updated on:

TVS Sport: তরুণ প্রজন্মের কাছে ভীষণ পছন্দের বাইক হল TVS Sports। এই মডেল ভীষণ পছন্দের একটি মডেল।তবে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকেই কিনতে পারেন না এই বাইক।আকাশ ছোঁয়া দাম এর অন্যতম একটি কারণ।তাই বাইক প্রেমীদের প্রথম পছন্দ হওয়া সত্ত্বেও অনেকেই এই বাইক কিনতে চান না।তবে এবার চিন্তার দিন প্রায় শেষ। পকেট ফ্রেন্ডলি বাজেটে TVS স্পোর্টস বাইক নিয়ে হাজির।বাইকটি ৮০ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

TVS Sports বাইকের ইঞ্জিন:

TVS Sports বাইকে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।৮০ কিলোমিটার মাইলেজ দেবে এই বাইক,শুধু তাই নয় প্রতি ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ছুটবে এটি।109.7 cc র 4 স্ট্রোক ইঞ্জিন রয়েছে।এই ইঞ্জিন 4500 rpm এ 8.7 টর্ক উৎপাদন করতে সক্ষম।7350 rpm এ 8.18 bhp শক্তি উৎপন্ন করতে পারে।এই বাইকে ইঞ্জিনের সাথে রয়েছে 4 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স আছে।বাইকটির রাইডিং রেঞ্জ 690 কিলোমিটার।

আরও পড়ুন: Hero Passion XTec: এক লিটার তেলে চলবে ৬৮ কিলোমিটার! Passion XTec-এর ফিচারস অবাক করবে আপনাকেও

TVS Sports বাইকের অত্যাধুনিক ফিচারস:

TVS Sports বাইকে অত্যাধুনিক ফিচারস রয়েছে। সেগুলি হল

  • এতে ইলেকট্রিক্যাল সিস্টেম রয়েছে।
  • ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের সাহায্যে স্পিড, ক্লকের সুবিধা রয়েছে।
  • এতে সেল্ফ স্টার্টের অপশন রয়েছে।
  • এছাড়া এই বাইকে সুরক্ষার জন্য বাইকের সামনে এবং পিছনের চাকায় ড্রাম ব্রেকের ব্যবহার করা হয়েছে।
  • এতে টেলিস্কপিক অয়েল ডাম্পড ফ্রন্ট সাসপেনশন ও 5 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজার্ভার রেয়ার সাসপেনশন রয়েছে।
  • এছাড়া এই বাইকে রয়েছে অ্যানালগ স্পিডোমিটার,লো ফুয়েল ইন্ডিকেটর, হ্যাজার্ড ওয়ার্নিং ইন্ডিকেটর,অ্যানালগ ওডোমিটার,ফুয়েল গেজ ইত্যাদি ।

TVS Sports বাইকের বর্তমান মূল্য :

শুনলে অবাক হবেন,এক্স শো রুমে এই বাইকের মূল্য ৬০০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যারা ভাবছেন ফাইন্যান্সে কিনবেন,তারা ৩৬ মাসের জন্য ৬.৮ শতাংশ হারে সুদ দিয়ে কিনতে পারেন।

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment