Hero Classic 125: ক্রমাগত পেট্রোলের মূল্যবৃদ্ধির কারনে বর্তমানে প্রত্যেকেই এমন বাইক কিনতে চাইছেন যার মাইলেজের পাশাপাশি দামও থাকবে সাধ্যের মধ্যে। আর গ্রাহকদের এই চাহিদাকেই মাথায় রেখে ভারতের সুনামধন্য টু হুইলার কোম্পানি Hero নিয়ে এল তাদের নতুন কমিউটার বাইক Hero Classic 125। এই বাইকে ক্লাসিক স্টাইলের পাশাপাশি রয়েছে মডার্ণ ফিচার্স ও দুর্দান্ত ফুয়েল এফিসিয়েন্সি।
Hero Classic 125: ডিজাইন:-
হিরো ক্লাসিক 125– গাড়িটিতে টাইমলেস কমিউটার ডিজাইন করা হয়েছে। এই বাইকে হ্যালোজেন টেরালাইট সেট আপ রয়েছে। গোলাকার LED হেডলাইট এর সাথে বাইকে হ্যালোজেন টার্ন ইন্ডিকেটর ও হ্যালোজেন টেইল লাইট রয়েছে।স্টাইলের দিক দেখার পাশাপাশি রাতের ভিজিবিলিটির দিকেও খেয়াল রেখেছে কোম্পানি।
আরও পড়ুন: TVS Apache RR 310: দুর্দান্ত স্পিডসহ মাত্র ৩ লাখ টাকায় ঘরে আনুন TVS-এর এই বাইক!
Hero Classic 125: ফিচার্স:-
এই বাইকে একাধিক মডার্ণ ফিচার্স যুক্ত করা হয়েছে। ডিজিটাল মিটার কনসোলের পাশাপাশি ডিসপ্লেতে বাইকের স্পিড, ফুয়েল লেভেল, ডিজিটাল ওডোমিটার, ট্রিপ মিটার ইত্যাদি দেখার সুবিধাও রেখেছে কোম্পানি। হিরো ক্লাসিক 125 -এ সেফটির দিকেও কোনোপ্রকার কার্পন্য করা হয়নি।সেফটি ফিচার হিসেবে এই বাইকে রয়েছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। বাইকে ইউএসবি চার্জিং সিস্টেম ও রাখা হয়েছে।
আরও পড়ুন: Atumobile Atum Version: মাত্র 7 টাকায় চলবে 100কিমি; স্বল্প বাজেটে আজই ঘরে আনুন এই গাড়ি!
Hero Classic 125: ইঞ্জিন:-
হিরো ক্লাসিক 125 বাইকটিতে সিঙ্গেল সিলিন্ডারে 4 স্ট্রোক ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিনের সাথে রয়েছে 3 ভালভ কনফিগারেশন।
Hero Classic 125: দাম:-
প্রথমেই বলা হয়েছে কোম্পানি বাইকের দাম রেখেছে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। এই বাইকের সম্ভাব্য এক্স শোরুম দাম 55 হাজার টাকা। আগামী 2-3 মাসের মধ্যে ভারতীয় মার্কেটে গাড়িটি লঞ্চ হয়ে যাবে বলে জানা যাচ্ছে।
1 thought on “Hero Classic 125: দুর্দান্ত গতি ও রেঞ্জ সহ এইবার মাত্র ৫৫ হাজারে ঘরে আনুন হিরোর এই স্টাইলিশ গাড়ি!”