TVS Apache RR 310: সম্প্রতি ভারতের বাজারে এসেছে টিভিএসের নয়া বাইক অ্যাপাচি আরআর ৩১০ মডেল। অনবদ্য ফিচার নিয়ে ভারতের বাজারে এসেছে বাইকটি। গত কয়েকমাস ধরে টিভিএসের এই নতুন মোটরবাইকের জল্পনা শোনা যাচ্ছিল। বাইক-প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন অ্যাপাচি থেকে পর্দা সরাল কোম্পানি।
TVS Apache RR 310: বাইকের ইঞ্জিন ও পারফরম্যান্স:-
টিভিএস অ্যাপাচি আরআর-এ রয়েছে 312 সিসি ইঞ্জিন যা 34 Ps শক্তি ও 27.3 Nm টর্ক উৎপাদন করে। সঙ্গে রয়েছে 6 স্পিড ম্যানুয়াল গিয়ার। বাইকের সর্বোচ্চ গতি 160 কিমি প্রতি ঘণ্টা। ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে 11 লিটার।55 কিলোমিটার/লিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে এই বাইক।
আরও পড়ুন: Atumobile Atum Version: মাত্র 7 টাকায় চলবে 100কিমি; স্বল্প বাজেটে আজই ঘরে আনুন এই গাড়ি!
TVS Apache RR 310: ফিচার্স:-
বাইকের দু’চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS)। সামনের ও পিছনের চাকার আয়তনও এক 17 ইঞ্চি। ফিচার্সের ক্ষেত্রে পাবেন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, মোবাইল ফোন কানেক্টিভিটি, গিয়ার ইন্ডিকেটর এবং জিপিএস ও নেভিগেশন।
আরও পড়ুন: Tata Nano EV: মধ্যবিত্তদের জন্য সুখবর! এইবার বাজেটের মধ্যে ঘরে আনুন Tata Nano EV
TVS Apache RR 310: দাম:-
টিভিএস অ্যাপাচি আরআর 310 এর দাম 3 লাখ টাকা (এক্স-শোরুম)। এটি 1টি ভেরিয়েন্ট এবং 2টি কালারে কিনতে পারবেন।আধুনিক ফিচার, আকর্ষণীয় ডিজাইন আর দুর্দান্ত মাইলেজ যুক্ত এই বাইক পেয়ে যাবেন আপনার নিকটবর্তী শোরুমে। নগদ টাকায় বাইকটি কিনতে না চাইলে ফাইন্যান্স প্ল্যানেও কেনার সুবিধা থাকবে। এই ক্ষেত্রে ডিলারশিপের সাথে যোগাযোগ করতে হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন।
2 thoughts on “TVS Apache RR 310: দুর্দান্ত স্পিডসহ মাত্র ৩ লাখ টাকায় ঘরে আনুন TVS-এর এই বাইক!”