ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

Atumobile Atum Version: মাত্র 7 টাকায় চলবে 100কিমি; স্বল্প বাজেটে আজই ঘরে আনুন এই গাড়ি!

Updated on:

Atumobile Atum Version: দিন যতো এগোচ্ছে ততোই দেশ জুড়ে বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক ভেইকেলের চাহিদা। ইতিমধ্যেই সাধারন মানুষের মধ্যে ইলেকট্রিক সাইকেল হোক কিংবা ইলেকট্রিক বাইক বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আগামী দিনে যে ইলেকট্রিক ভেইকেলের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে সেকথা বলে দেওয়া যায় বিনা তর্কে। আর সেই কারনেই বিভিন্ন কোম্পানি বিভিন্ন নতুন মডেলের ইলেকট্রিক ভেইকেল লঞ্চ করে চলেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তার সাথেই ধীরে ধীরে নিয়ে আসা হচ্ছে আরো নতুন নতুন ফিচারস। এবার দেশের মানুষের মধ্যে এই চাহিদার কথা মাথায় রেখেই মার্কেটে প্রবেশ করছে Atumobile Atum Version 1.0। এই গাড়িটির ফিচারস থেকে শুরু করে এর দাম বা লুক সব কিছু জানলে চমকে যাবেন আপনিও। আপনিও যদি ইলেকট্রিক বাইক কিনতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই।

Atumobile Atum Version 1.0 বাইকের মোটর –

এই ইলেকট্রিক বাইকের মধ্যে দুর্দান্ত মোটর ব্যবহার করা হয়েছে। নতুন এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ২৫০ ওয়াটের দুর্দান্ত একটি মোটর।

আরও পড়ুন: Tata Nano EV: মধ্যবিত্তদের জন্য সুখবর! এইবার বাজেটের মধ্যে ঘরে আনুন Tata Nano EV

Atumobile Atum Version 1.0 এর ব্যাটারি ব্যাকআপ –

ইলেকট্রিক বাইকটি ব্যাটারির ব্যাকাপ শুনলে চমকে যাবেন আপনিও। এক বার এই ব্যাটারিটি পুরোপুরি চার্জ দিলে সর্বোচ্চ ১০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে বলে জানানো হয়েছে। একটি স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট রয়েছে এই বাইকটিতে। আর এই ব্যাটারিতে একেবারে ফুল চার্জ হতে সময় লাগবে ৩ ঘন্টা থেকে সর্বোচ্চ ৪ ঘন্টা পর্যন্ত।

আরও পড়ুন: Hero HF Deluxe: জলের দামে আধুনিক ফিচারসসহ বাইক লঞ্চ করল HERO MOTORS; জানুন বিস্তারিত

Atumobile Atum Version 1.0 এর দাম –

ইতিমধ্যেই ভারতীয় বাজারে ইলেকট্রিক বাইকের চাহিদার কথা মাথায় রেখে ইতিমধ্যেই বেশ কিছু ইলেকট্রিক বাইক লঞ্চ হয়েছে। তবে বেশীরভাগ বাইকের ক্ষেত্রেই দেখা গেছে সাধারন মানুষের সাধ্যের বাইরে চলে গেছে সেইসব ইলেকট্রিক বাইকের দাম। সেই দিক থেকে বিচার করলে এই বাইকটি দামের দিক থেকেও রয়েছে সাধারন মানুষের সাধ্যের মধ্যে। এই বাইকটি র এক্স শোরুম দাম রয়েছে মাত্র ৬১ হাজার ৫০০ টাকা। কাজেই আপনিও যদি ইলেকট্রিক বাইক কিনতে চাইলে এই ইলেকট্রিক বাইকটি নজরে রাখতে পারেন।

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

1 thought on “Atumobile Atum Version: মাত্র 7 টাকায় চলবে 100কিমি; স্বল্প বাজেটে আজই ঘরে আনুন এই গাড়ি!”

Leave a Comment