ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

Honda Unicorn: ১০ বছরের ওয়ারেন্টি সঙ্গে আবার ৫৫ কিমি মাইলেজ! Honda- এর এই বাইক দেখে চমকে উঠবেন আপনিও

Updated on:

Honda Unicorn: নতুন Honda Unicorn 160 বাইকে আপডেটেড OBD2-কমপ্লায়েন্ট ইঞ্জিন দেওয়া হয়েছে। তার থেকেও বড় কথা বাইকটিতে এখন 10 বছরের ওয়ারান্টিও দেওয়া হচ্ছে। Honda Unicorn হল প্রিমিয়াম 160cc কমিউটার মোটরসাইকেল। হোন্ডা ইউনিকর্ন-এর একটি নয়া মডেল হাজির হল ভারতে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সেই নতুন 2023 হোন্ডা ইউনিকর্ন 160 মোটরসাইকেলটির দাম শুরু হচ্ছে 1.10 লাখ টাকা থেকে। সামগ্রিক ভাবে বাইকের লুক ও ডিজ়াইনে তেমন কোনও পরিবর্তন করা হয়নি। তবে এখন এই নতুন হোন্ডা ইউনিকর্ন 160 বাইকে আপডেটেড OBD2-কমপ্লায়েন্ট ইঞ্জিন দেওয়া হয়েছে। তার থেকেও বড় কথা বাইকটিতে এখন 10 বছরের ওয়ারান্টিও দেওয়া হচ্ছে।

Honda Unicorn: ইঞ্জিন ও মডেল:-

হোন্ডা ইউনিকর্ন 160 মোটরবাইকে রয়েছে একটি 162.7cc, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড, ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন, যা এখন OBD2-কমপ্লায়েন্ট। বাইকের মোটরটি 7,500 RPM-এ 12.7 bhp চার্ন আউট করতে পারে এবং 5,500 RPM-এ 14 Nm পিক টর্ক দিতে পারে। ইঞ্জিনটি পেয়ার করা রয়েছে একটি 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে। ব্রেকিং ডিউটির জন্য মোটরসাইকেলটির সামনে সিঙ্গেল চ্যানেল সহযোগে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এবং পিছনে রয়েছে একটি ড্রাম ইউনিট।

আরও পড়ুন: TVS Apache RR 310: দুর্দান্ত স্পিডসহ মাত্র ৩ লাখ টাকায় ঘরে আনুন TVS-এর এই বাইক!

Honda Unicorn: ফিচার্স:-

হোন্ডা ইউনিকর্ন হল প্রিমিয়াম 160cc কমিউটার মোটরসাইকেল। ফিচার্সের দিক থেকে এই বাইকে রয়েছে ক্রোম এমবেলিশমেন্ট সহযোগে অ্যাঙ্গুলার হেডল্যাম্প, একটি মাসকিউলার ফুয়েল ট্যাঙ্ক, লং সিঙ্গেল পিস সিট এবং ব্ল্যাকড্ আউট অ্যালয় হুইল। বাইকটির চারটি কালার স্কিমও দেওয়া হয়েছে: পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ইম্পেরিয়াল রেড মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক এবং পার্ল সাইরেন ব্লু। অতিরিক্ত ফিচার হিসেবে নতুন হোন্ডা ইউনিকর্ন-এ থাকছে থ্রি-পড অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment