Bajaj Dominar 125: এখনকার জেনারেশন (Generation) খুব অ্যাক্টিভ (Active)। কোন অটোমোবাইল কোম্পানি নতুন আধুনিক ফিচারস সম্পন্ন কোন নতুন মডেল বাজারে আনছে,সেই খবর রাখতে তারা ওস্তাদ। আর এই জেনারেশনের কথা মাথায় রেখেই অটোমোবাইল সংস্থাগুলি বাজারে এনেছে দারুণ মডেলের বাইক। ভারতীয় বাজারে যে সমস্ত নামী অটোমোবাইল সংস্থা এখন রাজত্ব করছে,তাদের মধ্যে অন্যতম হলো Bajaj Automobile।
অনেকেই আছেন, যারা সুপার কোয়ালিটির বাইক কিনতে চান। কিন্তু খুব একটা হাইফাই বাজেট তাদের নেই।তাদের কথা মাথায় রেখেই এবার নতুন একটি মডেল লঞ্চ করতে চলেছে এই সংস্থা। সেই নতুন মডেলটি হল Bajaj Dominar 125। এটি Bajaj Platina র সাথে হাড্ডাহাড্ডি লড়াই করবে বলেই জানা যাচ্ছে। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে Bajaj 125 cc লাইন আপ আরও বৃদ্ধি করতে চাইছে। এই সেগমেন্টে Bajaj এর মডেল রয়েছে।তবে সেটা Bajaj Pulser NS125। যেটি গ্রাহকদের দারুণ পছন্দের একটি মডেল। Bajaj Dominar 250 এবং Bajaj Dominar 400 অলরেডি মার্কেটে আছে।এবার Bajaj কোম্পানি 125 সেগমেন্টে দারুণ মডেল লঞ্চ করতে চলেছে।চারদিকে হুলুস্থূল ফেলতে আসছে Bajaj Dominar 125।
Bajaj ফেব্রুয়ারি মাসের ব্যবসা –
আমরা যদি বিজনেসের গ্রাফ লক্ষ্য করি তাহলে দেখবো,সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে 125 cc সেগমেন্টের বাইক।চলতি বছরের ফেবরুয়ারি মাস পর্যন্ত গ্রাফ দেখলে, লক্ষ্য করা যাচ্ছে Bajaj Pulser এর মোট 1 লাখ 12 হাজার 544 ইউনিট বাইক বিক্রি হয়েছে। যার মধ্যে 125cc সেগমেন্টের বাইকের সংখ্যাই বেশি।প্রায় 62 হাজার 604 ইউনিট ছিল এই সেগমেন্টের বাইক।গ্রাফ বলছে Bajaj Dominar 250 বিক্রি হয়েছে 257 ইউনিট এবং Bajaj Dominar 400 বিক্রি হয়েছে 441 ইউনিট।
Bajaj Dominar 125 এর ডিজাইন, ফিচারস সম্পর্কে এবার জেনে নেওয়া যাক –
Bajaj এর এই নতুন মডেলটির ডিজাইন রাখা হয়েছে Bajaj Pulsar NS125 র মত। দুর্ধর্ষ মডেলটি।গ্রাহকদের খুব পছন্দ হবে।
Bajaj Dominar 125 Bike Features:
- ফুয়েল ট্যাঙ্ক,টেইল সেকশন এতে রয়েছে।
- অ্যালয় হুইল রয়েছে।
- এই নতুন মডেলের বাইকের হেডলাইট টি Bajaj Dominar এর অন্যান্য মডেলের মত রাখা হয়েছে।
উল্লেখ্য, এই বাইকটি কবে লঞ্চ করা হবে সেই সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায় নি।