Post Office Scheme: সাধারণ মানুষ বর্তমানে আয়ের পাশাপাশি সঞ্চয়ের দিকে বেশি মনোনিবেশ করেছে।তবে চারিদিকে যে হারে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে চিট ফান্ডের সমস্যা,তাতে টাকা বিনিয়োগের ক্ষেত্রে চিন্তার ভাঁজ পড়ছে সাধারণ মধ্যবিত্ত সম্প্রদায়ের কপালে।বিনিয়োগের ক্ষেত্রে সব থেকে নির্ভরযোগ্য হলো ইন্ডিয়ান পোস্ট অফিস(Post Office)।সাধারণ মানুষের কথা মাথায় রেখে দারুণ সব স্কিম নিয়ে এসেছে।খুব অল্প পরিমাণ টাকা বিনিয়োগের দ্বারা ভালো পরিমাণ অর্থ সঞ্চয়ের সুযোগ করে দিচ্ছে পোস্ট অফিস।পোস্ট অফিসের বিভিন্ন স্কিম সম্পর্কে আজকের প্রতিবেদন থেকে জেনে নেবো।
পোস্ট অফিসের জনপ্রিয় রেকারিং ডিপোজিট হলো ন্যাশনাল সেভিংস রেকারিং ডিপোজিট।এই ডিপোজিটের মেয়াদকাল হল ৫ বছর।প্রতি তিন মাস অন্তর সুদের হার নির্ধারণ করে কেন্দ্রীয় সরকার।২০২৪ অনুযায়ী পোস্ট অফিসে রেকারিং ডিপোজিটের সুদের হার বার্ষিক ৬.৭ শতাংশ।রেকারিং ডিপোজিটের তিনটি গুরত্বপূর্ণ বিষয় হল
বিনিয়োগের সীমা (Post Office Scheme Investment limits):
বিনিয়োগকারীকে এই স্কিমে নূন্যতম পরিমাণ টাকা বিনিয়োগ করতে হবে।মাত্র ১০০ টাকা থেকে বিনিয়োগ শুরু হয়েছে।সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই নির্দিষ্ট।
অ্যাকাউন্ট খোলার নিয়ম (Post Office Scheme Account Opening Rules):
কেউ যদি মাসের প্রথমে অ্যাকাউন্ট খোলে তাহলে তাকে ১৫ তারিখের মধ্যে টাকা জমা করতে হবে।নগদ টাকায় অথবা চেকের মাধ্যমে রেকারিং ডিপোজিটে টাকা জমা করতে পারবেন গ্রাহক।
মেয়দপূর্তির সময়কাল:
রেকারিং ডিপোজিটের মেয়াদ ৫ বছর।তবে কারোর যদি এই পাঁচ বছর সময় কালের আগেই যদি কারোর খুব প্রয়োজন হয় তাহলে সে টাকা জমা দেওয়ার তিন বছর পর টাকা তুলতে পারেন। মেয়াদকাল সম্পূর্ণ হওয়ার আগে টাকা তুলে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় অকাল প্রত্যাহার।অকাল প্রত্যাহারের জন্য সেভিংস অ্যাকাউন্টে নির্ধারিত হারে সুদ দেওয়া হয়।রেকারিং ডিপোজিটের আর একটি সুবিধা হল , কেউ চাইলে ম্যাচুরিটির সময়সীমা বাড়াতেও পারেন।
বিনিয়োগে রিটার্নের পরিমাণ:
- প্রতি মাসে কোনো গ্রাহক ৫০০০ টাকা বিনিয়োগ করলে পাঁচ বছরের শেষে তিনি ৩ লক্ষ ৫৬ হাজার ৮২৯ টাকা রিটার্ন পাবেন।কিন্তু যদি তিনি অকাল প্রত্যাহার করেন,অর্থাৎ তিন বছরে টাকা তুলে নেন সেক্ষেত্রে তিনি ৬৭ হাজার ৪৯২ টাকা পাবেন।আবার চার বছর মেয়াদে টাকা তুলে নেন তাহলে ৭০ হাজার ১৯২ টাকা পাবেন।
- প্রতি মাসে ১২ হাজার টাকা বিনিয়োগ করলে ম্যাচুরিটিতে পেয়ে যাবেন ৮ লক্ষ ৫৬ হাজার ৯২০ টাকা।তিন বছরের মেয়াদে টাকা তুলে নিলে পেয়ে যাবেন ১ লক্ষ ৬১ হাজার ৯৮০ টাকা।৪ বছরের মেয়াদে টাকা তুলে নিলে ১ লক্ষ ৬৮ হাজার ৪৬০ টাকা পাবেন।
- প্রতি মাসে কোনো গ্রাহক যদি ২০ হাজার টাকা করে বিনিয়োগ করেন সেক্ষেত্রে তিনি পেয়ে যাবেন ১৪,২৭,৩১৭ টাকা,৫ বছর মেয়াদ পূর্তিতে।তবে তিন বছরে টাকা তুলে নিলে পাবেন২,৬৯,৯৬৭ টাকা পাবেন,৪ বছরে টাকা তুললে ২,৮০,৭৬৬ টাকা পাবেন গ্রাহক।তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে বিস্তারিত জেনে নেওয়া ভালো।