LiveWire S2 Mulholland: হার্লে ডেভিডসন অন একটি কোম্পানি যারা অত্যাধুনিক ফিচারস ও লুকের বাইক বাজারে আনে। সেই বাইকের দাম বেশি হলেও বাইকের সম্পর্কে জানলে যে কেউ কিনতে চাইবে। এবার এই কোম্পানি বাজারে নিয়ে এলো ইলেকট্রনিক বাইক LiveWire S2 Mulholland। এক চার্জেই ছুটবে প্রায় ১৫০ কিলোমিটার, দেবে দারুন মাইলেজ আর লুক নিয়ে তো বলাই বাহুল্য। এবার জেনে নিন এই বাইকের বিশেষ বিশেষ ফিচারস ও কবে বাজারে অ্যাভেলেবেল হবে সেই সম্পর্কে বিস্তারিত।
LiveWire S2 Mulholland Bike Features:
এই ইলেকট্রিক বাইকটিকে বেশ আকর্ষণীয়ভাবে ডিজাইন করা হয়েছে। শহরের রাস্তায় চালানোর জন্য দুর্দান্ত একটি মডেল হল LiveWire S2 Mulholland। এই বাইকে ফ্ল্যাশ হ্যান্ডেলবার, রাউন্ড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, বড়ো ও আরামদায়ক সিট দেওয়া হয়েছে। সঙ্গে শক্তিশালী ব্যাটারির ব্যবহারও করা হয়েছে এই বাইকে।
LiveWire S2 Mulholland Bike Photo:
এই বাইকে 10.5 kWh ব্যাটারি প্যাক রয়েছে। এই ব্যাটারি 63 kW পাওয়ার জেনারেট করতে পারে। মাত্র 3.3 সেকেন্ডে 0 থেকে 60 কিলোমিটার/ঘন্টা গতি তুলতে পারে এই ইলেকট্রিক বাইক।গাড়িটির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় 160 কিমি। তবে এই গাড়ি আপাতত ভারতীয় বাজারে লঞ্চ করা হবে না। আমেরিকার সহ অন্যান্য বৈশ্বিক বাজারে লঞ্চ করার পরিকল্পনা করা হয়েছে কোম্পানির তরফে।