Maruti Electric Car: Maruti Suzuki হল বিখ্যাত অটোমোবাইল সংস্থা। একটার পর একটা নতুন নতুন মডেল বাজারে লঞ্চ করেছে এই কোম্পানি।অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন,সব মডেল অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে।বর্তমানে বিভিন্ন ইলেকট্রিক গাড়ি বাজারে এসেছে।পেট্রোলের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি হওয়ার জন্য বর্তমানে ইলেকট্রিক গাড়ির চাহিদা অনেকটা বেড়েছে।আগামী কয়েকমাসের মধ্যেই এই কোম্পানি বাজারে লঞ্চ করতে চলেছে দারুণ একটি ভার্সন।
Maruti Suzuki বাজারে নিয়ে আসতে চলেছে নতুন ইলেকট্রিক মডেল।ডিজাইনের দিক থেকে নজরকাড়া হতে চলেছে।তবে এক্ষেত্রে Maruti তাড়াহুড়ো নীতি মেনে নেয় নি।’ধীরে চলো নীতি ‘ মেনে তারা গাড়ি লঞ্চ করতে চলেছে। এখনি লঞ্চ হবে না গাড়ি।সময় লাগবে।এর আগে অটো এক্সপো ২০২৩ সালে প্রদর্শন করেছিল eVX মডেলের কনসেপ্ট। জানা গেছে সেটি বাজারে পা রাখতে চলেছে ২০২৫ সালে।
eVX ভার্সন যাতে তাড়াতাড়ি বাজারে আসতে পারে সেই কারণে তার উন্নয়নের কাজ চালাচ্ছে এই কোম্পানি।অনুমান করা হচ্ছে,দেশের আর এক বিখ্যাত কোম্পানি হল Toyoto কোম্পানি।তাদের পোর্টফোলিও তে eVX ভার্সন সংযোজিত করতে চলেছে।শুধুমাত্র এদেশে নয়,বিদেশের বাজারেও রপ্তানি হতে চলেছে নতুন বৈদ্যুতিক এই মডেল।Maruti Suzuki সম্প্রতি ভারতে এই মডেলের ট্রায়াল অলরেডি শুরু করে দিয়েছে।
Maruti Suzuki র নতুন মডেলটি Grand Vitara মডেলটির সমগোত্রীয় হতে চলেছে।Maruti Suzuki eVX মডেলটি সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।Grand Vitara মডেলটির সমগোত্রীয় হলেও এই মডেলের তুলনায় এখানে অনেক বেশি স্পেস মিলবে।আরো বেশ কিছু নতুন ফিচারস রয়েছে নতুন এই মডেলে।সে সম্পর্কে বিস্তারিত জেনে নেব এই প্রতিবেদন থেকে।
Maruti Suzuki eVX মডেলের নতুন ফিচারস :
- এই মডেলটি নয়া স্কেটবোর্ড প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
- এই মডেলের শেষ প্রান্তে রয়েছে চারটি চাকা।ফ্লোর বোর্ডে রয়েছে ব্যাটারী।
- কেবিনের ভিতরে বেশি জায়গা রয়েছে।
- প্রোডাকশন মডেলটি কনসেপ্ট মডেলের তুলনায় অনেকটাই আলাদা।V আকৃতির ডিজাইনার LED প্রোজেক্টর ইউনিট রয়েছে।
- গাড়ির পিছনে রয়েছে স্লিক টেইল LED ল্যাম্প ।
নতুন মডেলের ব্যাটারি প্যাক:
এই মডেলে ৬০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক রয়েছে।একবার সম্পূর্ণ চার্জ দিলে গাড়িটি প্রায় ৫৫০ কিলোমিটার পথ চলতে সক্ষম হয়।
আরও পড়ুন: Bajaj Pulsar F250: স্বল্প দামে বাজারে এল বাজাজ পালসার F250! জেনে নিন দাম সহ বিস্তারিত তথ্য
দাম:
এখনও অব্দি দাম সম্পর্কে বিস্তারিত কিছু জানায় নি কোম্পানি।তবে অবশ্যই সাধারণ মানুষের সাধ্যের কথা মাথায় রাখবে বলেই মনে করা হচ্ছে।তবে ভারতীয় বাজারে এবং বিদেশের বাজারে দামের পার্থক্য থাকবে,সেটা বোঝা যাচ্ছে।তবে কোম্পানি এরূপ কোনো তথ্য প্রকাশ করে নি এখনও।