তারকারা অসুস্থ হলে ভক্তদেরও মন খারাপ হয়। যেমনটা হয়েছে মিঠাই ভক্তদের। মিঠাই অসুস্থ হয়ে পড়েছেন। মন খারাপ মিঠাই ভক্তদের। এখন টি আর পি-এর দিক থেকে এগিয়ে রয়েছে ‘মিঠাই’ ধারাবাহিক। এই ধারাবাহিকে রোজ রোজ নতুন নতুন চমক দেখা যাচ্ছে। আর এই ধারাবাহিকে মিঠাই আর সিদ্ধার্থ অর্থাৎ উচ্ছেবাবুর প্রেম জমে ক্ষীর। কয়েকদিন আগে তো মিঠাই আর সিদ্ধার্থের বিবাহবার্ষিকী পালিত হল। মিঠাইকে সারপ্রাইজ দিতে গিয়ে ধরাও পরে সিদ্ধার্থ। সবমিলিয়ে জমে উঠেছে ধারাবাহিকটি। তাই টি আর পি-এর দিক থেকে এটি বেশ এগিয়ে রয়েছে।
এই ধারাবাহিকের মিঠাই রাণী দর্শকদের খুব কাছের হয়ে উঠেছে অল্পদিনে। এইচরিত্রে যিনি অভিনয় করেন তার প্রকৃত নাম সৌমিতৃষা কুণ্ডু। স্যোশাল মিডিয়ার সর্বত্র এই অভিনেত্রীর অবাধ বিচরণ। স্যোশাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ তিনি। শুধু যে তিনি নানারকম ছবি পোস্ট করেন তাই নয়, তাকে মাঝে মাঝেই বিভিন্ন ধরনের মজার ভিডিও করতে দেখা যায়। আবার জনপ্রিয়তার কারণে তার বিভিন্ন ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে মাঝে মাঝেই। সেই ইন্টারভিউ গুলো বেশ সুন্দর হয়।
কিন্তু সম্প্রতি মিঠাই অর্থাৎ সৌমিতৃষা অসুস্থ। বর্তমানে জ্বরে অসুস্থ হয়ে পরেছেন তিনি। তিনি নিজেই একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে, তাঁর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে। এমনকি জ্বরের ফলে তাঁর ব্লাড প্রেসার লো হয়ে গেছে। বেশ দুর্বল তিনি। কিন্তু তাও শুটিংয়ের ফাঁকি দেওয়ার পাত্রী সে নয়। এমন জ্বর নিয়েও কল টাইমে শুটিং ফ্লোরে পৌঁছে যাচ্ছে মিঠাই। চিকিৎসকদের কথা মতো তিনি বিশ্রাম নিচ্ছেন, ওষুধ খাচ্ছেন। কিন্তু শুটিং ফ্লোরে আসা বন্ধ করেননি তিনি।
আসলে অভিনয় করাটা সকলের কাছে শুধু পেশা নয়, নেশাও বটে। আর কাজের প্রতি ডেডিকেশন থাকাটাও তো জরুরি। সৌমিতৃষাও খুব ডেডিকেটেড নিজের কাজের প্রতি। তবে তার ভক্তদের তো চিন্তার শেষ নেই মিঠাইকে নিয়ে। সকলেই চায় মিঠাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।