টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হলে নুসরাত জাহান। তাকে চেনেন না এমন মানুষের সংখ্যা কম। অনেক সুপারহিট ছবিতে তিনি অভিনয় করেছেন এবং দর্শকদের মন কেড়ে নিয়েছেন ।তার ফ্যান ফলোয়ার্স সংখ্যাও অনেক। বর্তমানে তিনি শুধু অভিনয় ই করেননা তিনি বসিরহাটের তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ ও। এছাড়াও তার একটি ছোট্ট পুত্র সন্তানও রয়েছে। যার নাম ঈশান । সব মিলিয়ে নুসরাত জাহানের এখন ব্যস্ততম জীবন।
সেলিব্রেটি দের ব্যক্তিগত জীবন সম্পর্কে খোঁজ রাখতে ভালবাসেন কমবেশি সকলেই। একটি সূত্র থেকে এবারে জানা গেল যে নুসরাত জাহান নাকি বলিউডের বিগ বস হাউস এ যেতে পারেন । তার কাছে নাকি সেই প্রস্তাব এসেছে। টাকার বিনিময়ে তিনি বিগ বসে থাকতেও পারেন।
তবে এ ব্যাপারে নুসরাত জাহান কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন যে তিনি এখনই এই নিয়ে কিছু বলতে পারবেন না। উল্লেখ্য যে যশ দাশগুপ্তও বর্তমানে বলিউডে কাজ করছেন। আবার অনেকেই মনে করছেন যে বসিরহাটের সাংসদ হলেন তিনি। আবার তারপর একটি ছোট্ট পুত্র সন্তান রয়েছে তার। তাকে ছেড়ে তিনি কিভাবে এতগুলো দিন মুম্বাইতে গিয়ে থাকবেন।
এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই ।তবে এ বিষয়ে অভিনেত্রী এখনো কিছুই জানাননি । তিনি সত্যিই বিগ বসে যাচ্ছেন কিনা সেটা সময় আসলেই বোঝা যাবে । তিনি যদি বিগ বস হাউসে যান তবে তিনিই প্রথম একজন টলিউড অভিনেত্রী হবেন যিনি বিগ বস হাউসে যাচ্ছেন।তবে এই খবর টি ভাইরাল হওয়ার পর থেকে অনেকেই তাকে কটাক্ষ করেছেন।