ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

Ola New EV Car: বাজারে এল উচ্চ মাইলেজ এবং অত্যাধুনিক ফিচারসসহ Ola- এর ইলেকট্রিক গাড়ি

Updated on:

Ola New EV Car: একসময় স্বল্প বাজেট মূল্যের Tata Nano গাড়িটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল।মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বিশ্বের সব থেকে কম দামি গাড়ি হিসাবে বাজারে এসেছিল TATA Nano. যদিও সময়ের সাথে সাথে একাধিক কারণের জন্য Nano গাড়ি অবলুপ্ত হয়ে যায়। কিছু বছর ধরে আবার গুঞ্জন উঠেছে Tata Nano আবার ফিরতে চলেছে বাজারে। ইলেক্ট্রিক ভিহাইকেলের বাজারে নিজেদের জায়গায় করতে Tata Nano আসতে চলেছে ইলেকট্রিক ভার্সনে,এমনটাই শোনা যাচ্ছিল। তবে আগের মতোই সেই জনপ্রিয়তা কি Tata Nano- র থাকবে তা নিয়েই উঠেছে প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: TVS NTorq: এযেন অবিশ্বাস্য! 55 কিমি মাইলেজ তাও আবার 37 হাজারে! আজই ঘরে আনুন সস্তার এই স্কুটি

Tata Nano আবার ফিরবে কিনা তা বলা মুশকিল হলেও ইভির বাজারে দারুন ফিচার্স নিয়ে এবার হাজির হয়েছে Ola এর এক ইলেকট্রিক গাড়ি। একাধিক ফিচার্স যুক্ত এই গাড়ি বাজেট ফ্রেন্ডলি বলা যেতেই পারে। পেট্রোলের মূল্যবৃদ্ধির কারনে আর পরিবেশ বান্ধব হওয়ায় এখন বেশিরভাগ মানুষই ইস্কুটারে ভরসা রাখছেন। টু হুইলারের এই বাজারে ফিচার্সের দিক থেকেনজর কেড়েছে Ola।

Ola New EV Car: Features:-

Ola-র যে নতুন গাড়িটির কথা আমরা বলছি তার ছবি কোম্পানিই প্রকাশ্যে এনেছে। Ola- এর বৈদ্যুতিক গাড়িটির মডেলটির নকশা টেসলা S ও মডেল3 এর। ছবিতে দেখা গেছে এই গাড়ির হেডল্যাম্পগুলি বাম্পারের ঠিক উপরে ইন্সটল রয়েছে।এছাড়াও গাড়িটিতে রয়েছে LED বার, বড়ো চাকা ইত্যাদিও।একইসাথে ইলেক্ট্রিক চার্জে যেহেতু গাড়িটি চলবে তাই এই গাড়িতে বড় ব্যাটারিও দেওয়া হয়েছে। এক বার চার্জ দিলে দীর্ঘক্ষণ সফর করা যাবে এই গাড়িতে। ইলেকট্রিক গাড়ি গুলিতে যেমন গ্রিল ব্যবহার করা হয় এতে তা করা হয়নি তার বদলে এই গাড়িতে একটি ক্যুপ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Bajaj CNG: পেট্রোল ছাড়াই ছুটবে গাড়ি! সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বাজারে এল নতুন CNG বাইক

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment