Hero Splendor Plus: বর্তমানে বাজারে বাইকের চাহিদা খুবই বেশী। বাইকের কথা উঠলেই যে সংস্থার নাম আগে উঠে আসে সেটি হল,Hero। বহু বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এটি।যুগের সাথে তাল মিলিয়ে নিত্য নতুন মডেল হাজির করছে বাজারে।তরুণ প্রজন্ম বর্তমানে বাইক,স্কুটি ছাড়া অচল।তাদের কথা মাথায় রেখেই আবারও Hero বাজারে নিয়ে এসেছে আধুনিক ফিচারস সম্পন্ন নতুন আর একটি মডেল।Hero Motocorp নিয়ে এসেছে Hero Splendor Plus।
প্রত্যেকটি জিনিসের দাম এখন আকাশ ছোঁয়া। পেট্রোলের দাম দিন দিন শুনলে চমকে যাবেন। তবুও বাইক, স্কুটির চাহিদা অব্যাহত।তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে সাধারণ মানুষে যাতে কিনতে পারে এমন সাধ্যের মধ্যে Hero Splendor Plus এসে গেছে বাজারে।
Hero Splendor Plus বাইকটির অত্যাধুনিক ফিচারস :
Hero বাজারে যেসমস্ত বাইক লঞ্চ করেছে সেগুলি প্রায় সব কটাই দারুণ ফিচারস সম্পন্ন।এই বাইকটিতেও আধুনিক সমস্ত ফিচারস রয়েছে।
- এই বাইকে ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে।রাইডারদের জন্য দারুণ সুবিধা এই। জরুরি ফোন কল মিস যাবে না।
- ব্যাটারি যখন লো হয়ে যাবে তার আগেই সতর্ক হয়ে যাবে রাইডার।কারণ লো ব্যাটারী ইন্ডিকেটর রয়েছে এতে।
- বাইক ড্রাইভ করার সময় ডিসপ্লেতে কল এবং SMS এর নোটিফিকেশন চলে আসবে।
- রিয়াল টাইম মাইলেজ ইন্ডিকেটর,ইউনিক স্টাইলের LED হেড ল্যাম্প রয়েছে।
- ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল,ডিজিটাল স্পিডোমিটার,মাল ফাংশন ইন্ডিকেটর,লো ফুয়েল ইন্ডিকেটর,সার্ভিস রিমাইন্ডার ইত্যাদি সমস্ত দুর্দান্ত ফিচার্স রয়েছে।
Hero Splendor Plus বাইকের ইঞ্জিন :
হিরোর এই মডেলের বাইকটিতে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে,সেটি খুব শক্তিশালী।ইঞ্জিনটি 8.02 Nm টর্ক এবং 7.9 bph শক্তি উৎপাদন করতে সক্ষম। বাইকটিতে 97.2 cc র ইঞ্জিন রয়েছে।
Hero Splendor Plus বাইকের দাম:
Hero Splender Plus বাইকটির এক্স শোরুমে দাম শুরু হচ্ছে ৭৫ হাজার ৪৪১ টাকা থেকে।অনেকেই আছেন যাদের পক্ষে নতুন মডেল কেনা সম্ভব নয়।তারা সেকেন্ড হ্যান্ড মডেল নিতে পারেন।সেক্ষেত্রে ১৫ হাজার টাকা বাজেটের মধ্যে বাইকটি পেয়ে যেতে পারেন।বাইক লাভারদের জন্য দারুণ সুবিধা হয়েছে।ওয়েবসাইটে এখন নতুন মডেলের পাশাপাশি পুরোনো মডেল পাওয়া যাচ্ছে। কেউ চাইলে পুরোনো মডেল কিনতে পারবেন।
1 thought on “Hero Splendor Plus: মাত্র ১৫ হাজার টাকা খরচ করে ঘরে আনুন উচ্চ মাইলেজ সম্পন্ন এই গাড়ি; দেখে নিন কীভাবে”