Piaggo NT3: সর্বদা মধ্যবিত্ত সম্প্রদায়ের কথা মাথায় রেখেছেন রতন টাটা। তাই সস্তায় পুষ্টিকর গাড়ি লঞ্চ করেছেন বাজারে। টাটা ন্যানো ছিল রতন টাটার স্পেশাল প্রজেক্ট। তাঁর উদ্দেশ্য ছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের কাছে গাড়ি পৌঁছে দেওয়া।bঅনেক মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের শখ হয় চারচাকা কেনার। কিন্তু সামর্থ্যের অভাবে অনেকেই নিজের শখ পূরণ করতে সক্ষম হন না। তাই টাটার উদ্যোগে সেই শখ পূরণ হয়েছে অনেক মধ্যবিত্ত পরিবারের।
এবার বাজারে টাটার ন্যানো গাড়িকে টক্কর দিতে হাজির হয়েছে Piaggio. রিপোর্ট অনুযায়ী জানা গেছে,এই গাড়িটি NT3 Ape প্লাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। মাইক্রো গাড়ির বাজারে ইতিমধ্যে নজর কেড়েছে এই Piaggio. দক্ষিণ পূর্ব এশিয়া, ভিয়েতনাম ,ভারতের বাজারে সব চাইতে চাহিদা রয়েছে এই ছোট গাড়ির।আর সেই চাহিদা মতো ডিজাইন করা হয়েছে এই গাড়িটির।
আরও পড়ুন: Ola Electric Scooter: ১০ হাজার টাকার ছাড় পাবেন ওলার এই স্কুটারে; কতদিন চলবে অফার!
মিলান বাইক শো নামক একটি ইভেন্টে চার চাকার ছোট গাড়ির একটি কনসেপ্ট ছিল।যেটার নাম দেওয়া হয়েছিল Piaggio NT3। আশা করা যাচ্ছে আগামী তিন বছরের মধ্যেই শুরু হয়ে যাবে আর উৎপাদন।
Piaggio NT3 Engine:
এই গাড়িটি আকারে ছোট হলেও ইঞ্জিন দুর্ধর্ষ হতে চলেছে।দুটি ইঞ্জিনের বিকল্প এতে থাকবে।একটি 200সিসি দ্বারা পরিচালিত হবে ,অন্যটি 300সিসি ইঞ্জিন থাকবে।যেটি 200সিসি ইঞ্জিন থাকবে সেটি এক ঘণ্টায় 60 কিলোমিটার চলতে সক্ষম হবে।300সিসি ইঞ্জিন যেটির সেটি এক ঘণ্টায় 80 কিলোমিটার যেতে সক্ষম।বৈদ্যুতিক মোটর থাকবে এতে।
Piaggio NT3 Mileage:
আকারে ছোট হলেও দুধর্ষ মাইলেজ দিতে চলেছে এই গাড়ি।1লিটারে 30 কিলোমিটার পথ অনায়াসে চলতে সক্ষম এই গাড়ি।বর্তমানে সব রাস্তায় যানজটের সমস্যা খুবই বৃদ্ধি পেয়েছে।কিন্তু এই ছোট গাড়ির ওপর নিঃসন্দেহে ভরসা করা যায়।এটি আপনাকে নির্দিষ্ট সময় আপনার গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম।
Piaggio NT3 Price:
Piaggio NT3 গাড়িটি একদম পকেট ফ্রেন্ডলি বাজেটে পাওয়া যাবে বাজারে। টাটা কোম্পানির ন্যানো গাড়ির বাজারে মূল্য ছিল 1 লক্ষের মত।আর এই Piaggio NT3 র ভারতীয় বাজারে মূল্য হতে চলেছে 1.5 লক্ষের কাছাকাছি।