একজন সিঙ্গেল ম্যাদার ওরফে বাঙালি কন্যা যিনি তিনি হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সব কিছুর বিরুদ্ধে গিয়ে নিজে স্বাধীন ভাবে চলার ক্ষমতা রয়েছে যার মধ্যে। একজন স্পষ্ট বাদী, সাবলীল নারী যাকে বলে। সমাজের বহু সেকালে নিয়ম ভেঙে যিনি এগিয়ে চলেছেন নিজের মতোন করে। এযুগের সোশ্যাল মিডিয়াতেও তিনি স্পষ্টজবাব দিতে ছাড়েন না। মঙ্গলবার এই এমন কিছই ঘটল তাঁর সাথে।
গত মঙ্গলবার নামি চলচ্চিত্র বিশেষজ্ঞ তথা সমালোচক তরন আদর্শ মঙ্গলবার টুইটারে নেটফিলক্স এর আসন্ন ছবি ‘কালা’ এর বেশ কিছু ফুটেজ শেয়ার করেন। এই ছবিটি পরিচালনা করেছেন অনভিতা দত্ত। এই ছবিটির মাধ্যমেই সদ্য মৃত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান এর বলিউড এ মুক্তি ঘটছে। পাশাপাশি অভিনয় করছেন তৃপ্তি ডিমরি ও। এই ছবিতে স্বস্তিকা ও রয়েছেন একটা ভালো চরিত্রে। তরন এই ছবিগুলো শেয়ার এর সময় স্বস্তিকা কে মেনশন করেন নি। এই কারণে ক্ষোভে ফেটে পড়েন অভিনেত্রী স্বস্তিকা।
সমালোচক রা তাকে নিয়ে বিদ্রুপ এর ছলে মজার মজার কমেন্ট করে তাকে ব্যাঙ্গ করতে থাকে। বেশ কিছু বছর হয়েছে স্বস্তিকা বলি উড এ কাজ করছেন। এর আগে পাতাল লোক, দিল বেচারা অনেক ছবিতেই কাজ করেছেন তিনি। তবে তাও এরম আচরণ তার জন্যে। এ একেবারেই গ্রহণযোগ্য নয়।
Sir, my name is Swastika Mukherjee, #Qala belongs to me as well, I don’t hail from mumbai but have been working for 22 years now, it would be great if you mention my small name along with the BIG ONES. Thank you in advance 🙏🏼 https://t.co/1nO6MCmiYh
— Swastika Mukherjee (@swastika24) August 30, 2022
পরে তরন নিজের ভুল স্বীকার করে নেন। পরে তরন এক টুইট এ স্বস্তিকার নাম উল্লেখ করেছিলেন। তার উত্তরে স্বস্তিকা বলেন, ” স্যার আমি তো আর জিরো সাইজের নই যে নজরে আসিনি। আর নেটফ্লিক্স ইন্ডিয়া থেকে নিঃসন্দেহে কাস্টের তালিকা পাঠিয়েছে। বাংলা থেকে বলেই আপনি দেখতে পাননি। তবে চিন্তা নেই , আপনি ভুলতে থাকুন আমি মনে করাতে থাকবো।”