ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

Yamaha MT 15: মিস করলেই লোকসান! এইবার স্বল্প টাকায় ঘরে আনুন Yamaha- এর এই বাইক

Updated on:

Yamaha MT 15: ভারতীয় বাজারে YAMAHA কোম্পানির বাইকের যথেষ্ট চাহিদা রয়েছে।কিছুদিনের মধ্যেই Yamaha- র ম্যানুফ্যাকচাররা পুনরায় Yamaha MT-15 তৈরি করবে এমনটাই মনে করা হচ্ছে। তবে সেক্ষেত্রে এই বাইককে নয়া অবতারে বাজারে নিয়ে আসা হবে। তার সামান্য কিছু আভাস এখনই পাওয়া গিয়েছে।আপনারা যদি Yamaha MT 15 কেনার কথা ভেবে থাকেন, এই সুযোগ কাজে লাগান।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Yamaha MT 15: ইঞ্জিন:-

বাজারে যে আপডেটেড ইয়ামাহা MT-15 এর বাইকটি আসবে সেই বাইকের একটি নতুনভাবে ডিজাইন করা ইন্সট্রুমেন্ট কনসোল থাকবে। স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করার জন্য ব্লুটুথ সিস্টেম রাখা হচ্ছে এই বাইকে। YZF-R15 v4-a 155cc লিকুলড কুলড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হবে। এই ইঞ্জিন 18.4PS এবং 14.2 nm টর্ক ব্যবহার করা হবে৷ এই গাড়ি বাজার থেকে তুলে নেওয়ার আগে MT-15 এর ইঞ্জিন 18.5 PS এবং 13.9 Nm টর্ক ব্যবহার করত। R15S অথবা R15 v3 -তে যেমন ব্যবহার করা হত তেমনই। এছাড়া এই ইঞ্জিনে VVA টেক ব্যবহার করা হবে। এই টেকনোলজির ফলে রেভ রেঞ্জে পাওয়ার শক্তিশালী থাকবে৷ 6 স্পিড সিকুয়েনশিয়াল ট্রান্সমিশন ব্যবহার করা হবে। নতুন মডেলে ডুয়াল চ্যানেল ABS থাকবে। এর আগে কেবলমাত্র সিঙ্গল চ্যানেল ABS থাকত।

আরও পড়ুন: iVOOMi JeetX ZE: একবার ফুল চার্জে দৌড়াবে ১৭০ কিমি! মাত্র ৭৯,৯৯৯ টাকায় ঘরে আনুন JeetX Zee- এর এই ইলেকট্রিক স্কুটার

Yamaha MT 15: ফিচার্স:-

অন্যান্য নানা টেকনোলজিকাল স্পেসিফিকেশনও থাকছে। তবে সেগুলির বিষয়ে খোলসা করে কিছু বলা হয়নি। আপডেটেড Yamaha MT- 15 টেলিস্কোপিক ফর্ক সামনে থাকতে পারে৷ এছাড়া হোয়াইট রিয়ার সাসপেনশন থাকবে এই বাইকের ক্ষেত্রে৷ এটি মনোশক ইউনিট হিসেবে কাজ করবে। বাইকের অ্যালয় চাকা এবং ডিস্কব্রেক থাকবে।

Yamaha MT 15: দাম:-

দামও কিছুটা বাড়বে হয়ত৷ এই বাইকের দাম বাকিগুলির থেকে সামান্য বেশি হবে। এই বাইকের দাম হতে পারে 1.72 লাখ থেকে 1.74 লাখ টাকা।

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment