iVOOMi JeetX ZE: যতোই দিন যাচ্ছে দেশ জুড়ে ততোই জনপ্রিয় হয়ে উঠছে ইলেকট্রিক ভ্যাইকেল সেই সাথেই বাড়ছে এর চাহিদাও। আর এই চাহিদার কথা মাথায় রেখেই বাজার ধরতে মাঠে নেমে পড়েছে বিভিন্ন ইলেকট্রিক ভ্যাইকেল প্রস্তুতকারী সংস্থা। আর সেই কারনেই প্রায়শই ভারতের বাজারে লঞ্চ হয়ে চলেছে বিভিন্ন ইলেকট্রিক ভ্যাইকেল। এবার দুর্দান্ত ফিচারস যুক্ত একটি ইলেকট্রিক বাইক বাজারে নিয়ে এলো আইভূমি এনার্জি (IVOOMI Energy)। আগামী দিনে যে এই কোম্পানি ইলেকট্রিক ভ্যাইকেল এর দুনিয়ায় আরো নিত্যনতুন গাড়ি নিয়ে হাজির হবে সেটা তাদের পরপর বেশ কিছু গাড়ি লঞ্চ করা দেখে সহজেই বোঝা যায়। সদ্য লঞ্চ হওয়া এই ইলেকট্রিক বাইক হলো JeetX এর একটি এডভ্যান্স ভার্সন। যার নাম দেওয়া হয়েছে IVOOMI JeetX ZE।
IVOOMI JeetX ZE নিয়ে গবেষণা:
JeetX ZE নিয়ে মানুষের মধ্যে অন্যরকম উন্মাদনা তৈরী হওয়ার পিছনে অন্যতম কারন হলো এই গাড়িটি নিয়ে কোম্পানির ১৮ মাসের গবেষণা। সদ্য লঞ্চ হওয়া এই গাড়িটিকে নিয়ে বিভিন্ন ধরনের গবেষণার পর নিয়ে আসা হয়েছে বাজারে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই গাড়ির টেস্টিং এর জন্যই তারা প্রায় এক লাখ কিলোমিটার চালিয়ে দেখেছে গাড়িটি।
IVOOMI JeetX ZE এর রং:
বেশ কিছু চোখ ধাঁধানো রঙের সাথে বাজারে নিয়ে আসা হয়েছে এই ইলেকট্রিক টু হুইলার টি। শ্যাডো ব্রাউন, মর্নিং সিলভার, নার্ডো গ্রে, আরবান গ্রীন, ইম্পেরিয়াল রেড, প্রিমিয়াম গোল্ড, পার্ল রোজ এবং সেরুলিয়ান ব্লু কালারের সাথে বাজারে এসেছে এই টু হুইলারটি।
IVOOMI JeetX ZE এর ব্যাটারি:
আগের ভার্সনের তুলনায় এই গাড়িটির ব্যাটারিতে বেশ কিছুটা পরিবর্তন আনা হয়েছে এবং তার সাথেই পেইন্ট, চ্যাসিস এবং গাড়ির ব্যাটারির উপর দেওয়া হয়েছে পাঁচ বছরের ওয়ারেন্টি। এছাড়াও সর্বোচ্চ ১৭০ কিলোমিটার পর্যন্ত এই গাড়িটি চলবে একবার চার্জ ফুল করে দিলে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। গাড়ির ব্যাটারির ধুলোবালি এবং জল প্রতিরোধ করার দিক থেকে অনেকটাই সুরক্ষিত। IP৬৭ রেটিং রয়েছে ব্যাটারিতে। একই সাথে ব্যাটারির ওজন রয়েছে ১২ কেজি এবং পোর্টেবল চার্জারের ওজন ৮২৬ গ্রাম। যেটি প্রায় ২০ শতাংশ হালকা করা হয়েছে আগের ভার্সনটির থেকে। ২.১, ২.৫ ও ৩ কিলোওয়াট আওয়ার এর তিনটি বিকল্প ব্যাটারি দিয়ে লঞ্চ করা হয়েছে এই গাড়ি।
IVOOMI JeetX ZE এর স্পেসিফিকেশন:
এই গাড়িটিকে অন্যান্য গাড়ির থেকে বেশ কিছুটা আলাদা করেছে এর উন্নত ফিচারস। এতে রয়েছে ৭ লেয়ার সেফটি প্রোটোকল। রিয়েল টাইম ডিসটেন্স ট্র্যাকিং এর সাথেই রয়েছে কল বা এসএমএস এলার্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন ও জিও ফেন্সিং এর মতো সুবিধা। এছাড়াও বিশাল সিট, এক্সটেন্ডেড লেগরুম বা বিশাল ট্রাঙ্ক স্পেস তো রয়েইছে।
3 thoughts on “iVOOMi JeetX ZE: একবার ফুল চার্জে দৌড়াবে ১৭০ কিমি! মাত্র ৭৯,৯৯৯ টাকায় ঘরে আনুন JeetX Zee- এর এই ইলেকট্রিক স্কুটার”