ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

Bajaj Pulsar F250: স্বল্প দামে বাজারে এল বাজাজ পালসার F250! জেনে নিন দাম সহ বিস্তারিত তথ্য

Updated on:

Bajaj Pulsar F250: Bajaj Pulsar এর নতুন সংস্করণ F250 সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে। কোম্পানির তরফে এই প্রথম বাইকটিতে বড় আপডেট দেওয়া হয়েছে। এই নতুন ভার্সনের এক্স শোরুম দাম রাখা হয়েছে ১.৫১ লাখ টাকা মতো। রাইডারদের স্বপ্ন নতুন উন্মাদনায় পরিণত করেছে নতুন এই Pulsar F250। চলতি মাসের শুরুতেই Pulsar NS400Z লঞ্চের দিন সংস্থার তরফ থেকে এই বাইকটির নতুন ভার্সনের ঝলক দেখানো হয়েছিল।আজ সংস্থার তরফে দাম প্রকাশ করা হল।আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bajaj Pulsar F250: ডিজাইন:-

নতুন Bajaj Pulsar F250-এ ফার্স্ট জেনারেশন বাইক মডেলের মতে একইরকম ডিজাইন করা হয়েছে । এই মডেলে ব্ল্যাকের সাথে রেড ও হোয়াইট গ্রাফিক্স কালার অপশন হিসেবে যুক্ত করা হয়েছে যা নতুন রকমের। আর এই কালার স্কিম ই নজর কেড়েছে সকলের। Pulsar N250-মডেলের সাথে এই মডেলের পার্থক্য রয়েছে শুধুমাত্র সেমি ফেয়ারিংয়ের ক্ষেত্রে। পালসারের এই নতুন মডেলে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক। সাধারণ মানুষের সাধ্যের মধ্যে দাম রাখার জন্যই মূলত এই বাইকে ইউএসডি ফর্ক ব্যবহার করা হয়নি।

আরও পড়ুন: Flying E Taxi: জ্যামে দাঁড়িয়ে থাকার দিন এইবার শেষ! ভারতের বাজার কাঁপাতে আসছে Flying E Taxi! এক চার্জে উড়বে ২০০ কিমি! জানুন বিস্তারিত

Bajaj Pulsar F250: ইঞ্জিন:-

Bajaj Pulsar F250-র নতুন মডেলটিতে রয়েছে একটি ২৪৯.০৭ সিসি, অয়েল কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এটি থেকে ৮,৭৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ২৪ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ২১.৫ এনএম টর্ক উৎপন্ন হবে। এর সাথেই থাকবে সিক্স স্পিড গিয়ারবক্স। পালসার N250 মডেলটির মতো একই ধরনের ফ্রেম ও হুইল থাকবে এই বাইকেও।

Bajaj Pulsar F250: ফিচার্স:-

Bajaj Pulsar F250-র নতুন মডেলে বিশেষ ফিচার্স হিসেবে যুক্ত করা হয়েছে একটি নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এতে পেয়ে যাবেন ব্লুটুথ কানেক্টিভিটি এবং টার্ন বাই টার্ন নেভিগেশন। এছাড়াও কোম্পানির তরফে তিনটি এবিএস রাইডিং মোড সমেত হাজির করা হয়েছে এই বাইক।একটি হলো রেইন অন্যটি রোড এবং স্পোর্ট। প্রসঙ্গত Pulsar N250-তেও এই মোড গুলি বর্তমান।

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment