ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

Hero Passion XTec: এক লিটার তেলে চলবে ৬৮ কিলোমিটার! Passion XTec-এর ফিচারস অবাক করবে আপনাকেও

Updated on:

Hero Passion XTec: বর্তমান প্রজন্মের পছন্দ একটু আলাদা,এরা বাইক কিনলে এমন বাইকের খোঁজ করে যা যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিগতভাবে উন্নত আবার লুকের দিকেও যথেষ্ট স্টাইলিশ, একই সাথে ভালো মাইলেজও দেবে। নতুন প্রজন্মের বাইকের এই চাহিদাই এবার পূরণ করেছে জনপ্রিয় টুহুইলার নির্মানকারী সংস্থা Hero। Hero Motocorp এবার তাদের নতুন প্যাশন XTec লঞ্চ করল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কোম্পানি জানিয়েছে যে নতুন PassionXTec আজকের প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। নতুন 110cc প্যাশন XTec হল একটি পারফরম্যান্স-কেন্দ্রিক, মজবুত মোটরসাইকেল যা সুবিধা, নিরাপত্তা এবং ইউটিলিটি বৈশিষ্ট্যে পরিপূর্ণ যা একটি সুবিধাজনক রাইডিং অভিজ্ঞতা প্রদানের জন্য একসাথে কাজ করে।

Hero Passion XTec: ইঞ্জিন:-

প্যাশন সিরিজের মোটরসাইকেল থেকে এই বাইকটর মডেলের গঠন আলাদা হতে পারে। শোনা যাচ্ছে এই বাইকটির গঠন হবে স্পোর্টস বাইকের ন্যায়। সাধারণত হিরো মোটরসাইকেলে 100-125সিসি ইঞ্জিন দেখা যায়,তবে এই মোটরসাইকেলে 135cc ইঞ্জিন থাকতে পারে বলেও শোনা যাচ্ছে।

Hero Passion XTec: দাম ও ফিচার্স:-

একাধিক বৈশিষ্ট্য দেখা যাবে এই বাইকে। এর মধ্যে থাকবে মোবাইল কানেক্টিভিটি, মোবাইল চার্জিং, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, লো ফুয়েল ইন্ডিকেটার। এই মোটরসাইকেলটি 75000 টাকা মূল্যে লঞ্চ করার কথা রয়েছে। Hero Passion এক্সটেচ গাড়িটি বর্তমানে দুটি ভেরিয়েন্টে বাজারে উপলদ্ধ রয়েছে। এটি 113.2 সিসি ইঞ্জিন দিয়ে সজ্জিত। এই ইঞ্জিনটি 9bhp শক্তি ও 9.89Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম।এই বাইকে ইঞ্জিনের সাথে যুক্ত রয়েছে 4Speed গিয়ার বক্স। এছাড়াও সব থেকে জরুরি বিষয় 56.5 Kmpl মাইলেজ পাওয়া যায় এই গাড়িতে। Hero Passion XTEC এর ড্রাম ভেরিয়েন্ট এর বাজার মূল্য পড়বে 74,590 ও ডিস্ক ভেরিয়েন্টের পড়বে 78,990 টাকা।

আরও পড়ুন: Bajaj RE E TEC 9.0: মধ্যবিত্তদের জন্য সুখবর! কম বাজেটে Bajaj লঞ্চ করছে তাদের ই-রিকশা

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।