ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

GT Force Electric Bike: একবার ফুল চার্জে চলবে 130কিমি! এইবার বাজার কাঁপাতে দুর্দান্ত ইলেকট্রিক বাইক আনছে GT Force

Published on:

Electric Bike GT Force: বাইক বা স্কুটির প্রতি ভালোবাসা তরুণ প্রজন্মের এক সাধারণ বিষয়। তবে বর্তমানে আর একটি বিষয় যেটা খুব জনপ্রিয় হতে চলেছে সেটা হল ই-বাইক। করোনা পরিস্থিতির পর থেকে মানুষ অনেক বেশি অনলাইন পরিষেবার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। কেনাকাটা থেকে শুরু করে পড়াশোনা, চাকরি সব ক্ষেত্রে অনলাইন পরিষেবা জনপ্রিয় হয়ে উঠেছে। ই-পরিষেবা ব্যবস্থা এখন বেশ জনপ্রিয়। ধীরে ধীরে সবাই এতে অভ্যস্থ হয়ে পড়েছে। আসতে আসতে ভারতবর্ষ হয়ে উঠতে চলেছে ডিজিটাল ভারতবর্ষ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এবার ই-বাইকের ধীরে ধীরে চাহিদা ধীরে ধীরে বাড়তে চলেছে।বিশ্বের অন্যতম টু হুইলার ব্র্যান্ড হল জিটি ফোর্স (GT Force)। তারা বাজারে লঞ্চ করতে চলেছে একটি ব্র্যান্ড নিউ ইলেকট্রিক মোটর সাইকেল।একটি টিজারে বাইকটির হেডলাইটের ছবি প্রকাশ্যে এসেছে।তবে বাইকটির ডিজাইন কেমন হয়েছে,সেই সম্পর্কে মানুষকে অনেকটাই সাসপেনসে রাখতে চায় কোম্পানি।আগামী এক মাসের মধ্যে বাজারে আসতে চলেছে এই বাইক।আর একটি দারুণ উল্লেখযোগ্য বিষয়।শুধুমাত্র শহুরে ক্রেতাদের কথা মাথায় রেখে নয়,এবার শহর গ্রাম উভয় অঞ্চলের সকল ক্রেতার পছন্দ এবং সাধ্য দুটোই মাথায় রেখে এই বাইক বাজারে লঞ্চ করতে চলেছে কোম্পানি।

GT Force কোম্পানির নিয়ে আসা নতুন মডেল:

GT ফোর্স বাজারে যে নতুন মডেল আনতে চলেছে সেটা একবার চার্জ দিলে ১২০ থেকে ১৩০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে।এতে শক্তিশালী ব্যাটারি এবং মোটর ব্যবহার করা হয়েছে।প্রতি ঘণ্টায় এই মোটর সাইকেলের সর্বোচ্চ গতিবেগ ৭০ কিলোমিটার হয়।এই বাইকের সর্বোচ্চ ভার উত্তোলনের ক্ষমতা ১৮০ কেজি।

আরও পড়ুন: Hero Passion XTec: এক লিটার তেলে চলবে ৬৮ কিলোমিটার! Passion XTec-এর ফিচারস অবাক করবে আপনাকেও

ব্যাটারি :

এই মডেলে ২.৫ কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারি আছে।একবার সম্পূর্ণ চার্জে ১১০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে।ব্যাটারি ০-৮০% চার্জ করতে ৪ ঘণ্টা ৩০ মিনিট সময় লাগে।

GT ফোর্স কোম্পানির অন্যান্য মডেল :

বর্তমানে GT কোম্পানি বিভিন্ন মডেল বাজারে বিক্রি করছে।তার মধ্যে কয়েকটি মডেল হল – GT Drive Pro,GT One Plus Pro,GT Vegas,GT Ryd Plus। এই কোম্পানির সব থেকে টপ মোস্ট মডেল বা ফ্লাগশিপ মডেল হল GT Drive Pro।

আরও পড়ুন: Bajaj Pulsar F250: স্বল্প দামে বাজারে এল বাজাজ পালসার F250! জেনে নিন দাম সহ বিস্তারিত তথ্য

মূল্য:

জিটি ফোর্স কোম্পানি এখনও পর্যন্ত বাজারে ২০ হাজার ইউনিট মডেল বিক্রি করেছে।এক্স শোরুমে এই কোম্পানির ৫৫,৫৫৫ টাকা থেকে ৮৪,৫৫৫ টাকার মডেল রয়েছে।GT Drive Pro হল সব থেকে টপ মোস্ট মডেল।এই মডেলের এক্স শোরুমে মূল্য ৮৪,৫৫৫ টাকা।

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment