ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

Toyota Fortuner: মাত্র ১ লাখ টাকায় ঘরে আনুন এই চারচাকা; জানুন কীভাবে কিনবেন!

Updated on:

Toyota Fortuner: বর্তমানে চার চাকা ,দু চাকার চাহিদা প্রচুর।দিন দিন বেড়েই চলেছে গাড়ির চাহিদা।বহু অটোমোবাইল সংস্থা আছে বাজারে।কিন্তু সম্প্রতি জাপানের গাড়ির মার্কেটকে মাতিয়ে রেখেছে যে সংস্থা সেটি হল টয়োটো (Toyoto)গাড়ি। এই কোম্পানি যেসমস্ত গাড়ি গুলি এখনও পর্যন্ত লঞ্চ করেছে সেগুলি সব জনপ্রিয়তার শীর্ষে পোঁছে গেছে।বর্তমানে Toyoto কোম্পানির সব থেকে জনপ্রিয় গাড়ি হল Toyoto Fortuner। এই গাড়ি সম্পর্কে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Toyota Fortuner Specification:

এই গাড়ির বেশ কিছু বৈশিষ্ট্য আছে। আরবান ক্রুজার এই গাড়ির বৈশিষ্ট্য গুলি হল
  • এর মধ্যে ৯ ইঞ্চি টাচ স্ক্রিন ইমফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে।
  • প্যাডেল শিফটার রয়েছে।
  • হেড অ্যাপ ডিসপ্লে, ওয়্যাললেস ফোন চ্যানেল আছে।
  • এছাড়া আছে অনেক স্মার্ট বৈশিষ্ট্য।

Toyota Fortuner Engine:

গাড়িতে একটি 1.5 লিটার ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিন থেকে 102bhp শক্তি উৎপন্ন হয় এবং 137Nm টর্ক উৎপন্ন হয়।এই ইঞ্জিনটি 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ার বক্স সহ আসে।

Toyota Fortuner Mileage:

এই মডেলের বাইকে রয়েছে প্রতি লিটারে 27.97km মাইলেজ। এই মডেলের টপ ভ্যারিয়েন্টের মাইলেজ এটি।এই মডেলের হালকা হাইব্রিড ভ্যারিয়েন্টের মাইলেজ 21.12km/lt. স্বয়ংক্রিয় ভ্যারিয়েন্টের মাইলেজ 19.39km/lt.

Toyoto Fortuner Security: 

নিরাপত্তা সব থেকে জরুরী বিষয় যে কোন কিছুর ক্ষেত্রে।সেটা যদি গাড়ির বিষয় হয় তাহলে নিরাপত্তার কথা আগে আসে।এই নিরাপত্তার জন্যই এই মডেলের বেশ কিছু বৈশিষ্ট্য আছে –

  1. ছয়টি এয়ার ব্যাগ ইলেকট্রনিক ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউশন
  2. টায়ার প্রেসার মনিটরিংসিস্টেম
  3. ডিস্ক ব্রেক।

Toyoto EMI Plan: 

এই মডেলের গাড়ির দাম শুরু ১৩ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকার কাছাকাছি।তবে সব মানুষের কাছে এত টাকা থাকে না।সেক্ষেত্রে ১ লক্ষ টাকা ডাউনপেমেন্ট করতে হবে।তবে ৬০ মাসের কিস্তিতে প্রতি মাসে ২৩,৭৭৯ টাকার বিনিময়ে গাড়িটি ঘরে নিয়ে আসতে পারেন।আর দেরী না করে নিকটবর্তী স্টোরে গিয়ে বিস্তারিত জেনে নিন।তারপর ঘরে আনুন গাড়িটি।

আরও পড়ুন: Hero HF Deluxe: জলের দামে আধুনিক ফিচারসসহ বাইক লঞ্চ করল HERO MOTORS; জানুন বিস্তারিত

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment