ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

Hero HF Deluxe: দুর্দান্ত মাইলেজসহ মাত্র ৩০ হাজারে আজই ঘরে আনুন এই বাইক! রইল বিস্তারিত তথ্য

Updated on:

Hero HF Deluxe: এখন ভারতীয় বাজারে ফোর হুইলার অপেক্ষা টু হুইলারের চাহিদা অনেকটাই বেশি।তাই নিত্য নতুন টু হুইলারের মডেল হাজির করছে বিভিন্ন অটোমোবাইল সংস্থা।ভারতীয় বাজারে বিভিন্ন অটোমোবাইল সংস্থা গুলির মধ্যে অন্যতম একটি বিশ্বাসযোগ্য সংস্থা হল Hero। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন নিত্য নতুন মডেল বাজারে হাজির করেছে সে। এই প্রতিবেদনে জেনে নেবো Hero এর লঞ্চ করা একটি নতুন দুর্ধর্ষ মডেল সম্পর্কে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Hero বাজারে নিয়ে আসতে চলেছে HF Deluxe । দেশের সবচেয়ে ভরসাযোগ্য এবং বিশ্বাস যোগ্য সংস্থা হল হিরো মটোকর্প।মানুষের চাহিদা অনুযায়ী নতুন নতুন মডেল হাজির করেছে।নতুন যে মডেলটি বাজারে আনা হচ্ছে সেটিও নিঃসন্দেহে খুব ভালো অত্যাধুনিক ফিচারস সম্পন্ন।

Hero HF Deluxe Specification:

ইঞ্জিন – এই নতুন মডেলের বাইকে রয়েছে 97 সিসি ইঞ্জিন।ইঞ্জিনটি 8.05 Nm টর্ক শক্তি উৎপাদন করে।আর তার সাথে 8.02 Hp শক্তি জেনারেট করতে পারে।এর ইঞ্জিন 4 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে যুক্ত। মাইলেজ: বাইকটি এক লিটারে 70 km মাইলেজ দিতে সক্ষম।

আরও পড়ুন: MG Comet EV: মধ্যবিত্তদের জন্য সুখবর! এইবার স্বল্প দামে ঘরে আনুন এই চারচাকা!

Hero HF Deluxe Price:

আমাদের দেশে বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত সম্প্রদায়।তাদের পক্ষে বেশি পরিমাণ টাকা একেবারে দিয়ে বাইক কেনা সম্ভব হয়ে ওঠে না।তাই এই বাইকের সেকেন্ড হ্যান্ড ভ্যারিয়েন্ট কিনতে পারেন।OLX ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এর সেকেন্ড হ্যান্ড মডেল।যার দাম 30 হাজার টাকা।

Hero HF Deluxe Finance Plan: 

সাধারণ মানুষের জন্য আরো সুবিধা করা হয়েছে।এখন পুরো টাকা দিয়ে গাড়ি কিনতে হবে না।EMI এর বিকল্প রয়েছে।গাড়ি কেনার পর্যাপ্ত টাকা না থাকলে,কেউ চাইলে 15 -16 হাজার টাকা ডাউন পেমেন্ট করে,3 বছরের মেয়াদে 3000 টাকা করে প্রতি মাসে দিয়ে গাড়ি কিনতে পারেন।আর দেরী কিসের?তাড়াতাড়ি কিনুন এই অত্যাধুনিক ফিচারস সম্পন্ন স্টাইলিশ বাইক।

আরও পড়ুন: Bajaj Boxer: দুর্ধর্ষ ফিচারস সহ বাজারে আসতে চলেছে সস্তার এই বাইক! জানুন বিস্তারিত

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment