ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

Mahindra Treo Plus: ১০ পয়সায় চলবে ১ কিমি! আজই ঘরে আনুন এই ই-রিকশা

Updated on:

Mahindra Treo Plus: কাজের সূত্রে নিত্যদিন মানুষকে বাইরে বেরোতেই হয়।তাই ট্রেন, বাস,ট্যাক্সির গুরত্ব অসীম।কিন্তু স্বল্প দূরত্বে যাওয়ার জন্য বর্তমানে অটো, টোটোর ভূমিকা অপরিসীম।এগুলোর পাশাপাশি ই রিকশা ব্যবস্থা যদি থেকে থাকে,তাহলে আরো ভালো। বহু গ্রামে মফঃস্বলে খুব জনপ্রিয় হল যাত্রীবাহী রিক্সা ব্যবস্থা।সাধারণ মানুষের চাহিদা মেটাতে Mahindra কোম্পানি এবার বাজারে নিয়ে আসতে চলেছে এক ধরনের অটো রিক্সা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Mahindra Last Mobility Limited কোম্পানি ভারতীয় বাজারে নিয়ে এসেছে বৈদ্যুতিক থ্রি হুইলার।তাদের লেটেস্ট যে ইভি চালু করেছে তার নাম হল Treo Plus। এটি যে মেটাল বডি দিয়ে তৈরি সেটি ভীষণ টেকসই।বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন এই নতুন অটো রিকশা।

Mahindra Treo Plus Specifications:

Treo D Plus এক কিমি পথ চলে মাত্র ১০ পয়সায়।এটি ফুল চার্জ হতে খুব বেশি সময় নেয় না।মাত্র ৪ ঘণ্টা ২০ মিনিটে সম্পূর্ণ হয় এর চার্জ।বেশ ভালো পরিমাণ যাত্রী বহন করার ক্ষমতা রাখে।একটি আদর্শ শহুরে পরিবহন বললে ভুল বলা হয় না।

Mahindra Treo Plus Engine & Features:

গাড়িটির স্পিড যথেষ্ট ১ ঘন্টায় ৫৫ কিলোমিটার যাওয়ার ক্ষমতা রাখে এই গাড়ি।এই গাড়ির রেঞ্জ ১৫০ কিলোমিটার।Mahindra Trep plus এর ব্যাটারি ক্ষমতা 10.24 kwh ।যা থেকে 42 Nm টর্ক এবং 8kw শক্তি উৎপাদন হয়।

Mahindra Treo Plus Price:

Mahindra কোম্পানির এই সেগমেন্টের গাড়িটি গ্রাহকদের কাছ বেশ জনপ্রিয়। ভালো পরিমাণ যাত্রী এবং পণ্য উভয় পরিবহনে সক্ষম এটি ।এখনও পর্যন্ত প্রায় 50 হাজার ইউনিটের কাছাকাছি বিক্রি হয়েছে এই গাড়ি ।

এই গাড়িটি 3 সিটার।মাত্র 3.58 লক্ষ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে।গাড়িটি লংজিবিলিটি অফার করছে।2018 সালে এই মডেল বাজারে লঞ্চ করেছে Mahindra কোম্পানি।থ্রি হুইলার সেগমেন্টে এটি Trailblazer হিসেবে আবির্ভূত হয়েছিল।

কোম্পানি গ্রাহকদের ভালো ডিল দিচ্ছে। এক্সিবলিটি এবং ক্রয় ক্ষমতা এই দুটোর ওপর নির্ভর করেই কোম্পানি এই ডিল গ্রাহকদের দিচ্ছে।সব থেকে আকর্ষণীয় বিষয় হলো Mahindra প্রথম বছরের জন্য ক্রেতাদের 10 লক্ষ টাকার দুর্ঘটনা বীমা কভার দেবে।এছাড়া গ্রাহকদের জন্য আরো ব্যবস্থা থাকবে নূন্যতম ডাউন পেমেন্টে গাড়ি পেয়ে যাবেন। 60 মাসের বর্ধিত ঋণের মেয়াদে গাড়ি কেনার সুবিধা রয়েছে।পুরো বিষয়টি আরো বিশদে জেনে তবেই সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন: Hero HF Deluxe: জলের দামে আধুনিক ফিচারসসহ বাইক লঞ্চ করল HERO MOTORS; জানুন বিস্তারিত

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment