ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

Honda SP 160: কপাল পুড়ল Apache-এর! দুর্দান্ত মাইলেজ সহ অত্যাধুনিক ফিচারস সহ বাজার কাঁপাতে আসছে Honda-এর এই বাইক

Published on:

Honda SP 160: বিভিন্ন সংস্থার মধ্যে কম্পিটিশন যুগ যুগ ধরে চলে আসছে। সেটা বাইকের কোম্পানি হোক, কি মোবাইলের কোম্পানি। একটি কোম্পানি নতুন কিছু লঞ্চ করলে ওপর কোম্পানি আরও ভালো কিছু লঞ্চ করে। এ বলে আমায় দেখে তো অন্যজন বলে আমায় দেখে।এবার এই ঠান্ডা লড়াইয়ের ময়দানে দেখা গেলো দুটি বাইক সংস্থাকে একটি TVS এবং অন্যটি Honda। একে অপরকে মাত দিয়ে প্রস্তুত দুই সংস্থা।তবে এবার TVS কে দারুণ মাত দিচ্ছে Honda।Honda র একটি মডেল বাজার কাঁপাচ্ছে দারুণ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Honda নতুন মডেল ডিজাইন:-

Honda কোম্পানির যে নতুন মডেলটি বাজার কাঁপাতে এসে গেছে সেটি হল Honda SP160। বর্তমানে বাইক, স্কুটি এসবের চাহিদা বেশি বাজারে।মানুষ প্রচন্ড পরিমাণে দুই চাকার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।তবে তরুণ প্রজন্ম চাইছে আকর্ষণীয় লুক এবং ফাস্ট ক্লাস মাইলেজ। এই দুটি যদি দারুণ হয় তবে সেই মডেল হিট মার্কেটে।Honda SP 160 এর মধ্যে দুটি জিনিস আছে। Honda SP 160 এর স্পোর্টিং লুক দুর্ধর্ষ। সার্প হেড লাইট,LED হেড ল্যাম্প এবং আগ্রেসিভ ট্যাংক Shrouds.

আরও পড়ুন: Hero Splendor ismart: ৩২ হাজার টাকা খরচ করে ঘরে আনুন দুর্দান্ত মাইলেজ সম্পন্ন এই গাড়ি; জানুন বিস্তারিত

Honda SP 160 Engine :-

Honda SP 160 তে এয়ার কুল্ড ইঞ্জিন দেওয়া রয়েছে।এটি 14.59 Nm টর্ক এবং 13.27 bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম।এই মডেলটির মাইলেজ এক কথায় দুর্ধর্ষ।এক লিটারে 65 কিলোমিটার যেতে সক্ষম।5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স গাড়ির মোটরের সাথে যুক্ত।

আরও পড়ুন: iVOOMi JeetX ZE: একবার ফুল চার্জে দৌড়াবে ১৭০ কিমি! মাত্র ৭৯,৯৯৯ টাকায় ঘরে আনুন JeetX Zee- এর এই ইলেকট্রিক স্কুটার

Honda SP 160 Features:-

  1. অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন গাড়িটি।যে সমস্ত ফিচারস পেয়ে যাবেন গাড়িটি তে সেগুলি হল
  2. LED হেড লাইট,ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার,একক চ্যানেল ABS।
  3. এক চাকাতে ডিস্ক অন্য চাকাতে ড্রাম,দুই চাকায় রাইডার চাইলে ডিস্ক বেছে নিতে পারবেন।
  4. বাইকে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম রয়েছে।
  5. ব্লুটুথ কানেকশন রয়েছে।
  6. বাইকের কার্বো ওয়েট রয়েছে 141 কেজি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে 177 মিলিমিটার।

Honda SP 160: Price:-

এক্স শোরুমে বাইকটির মূল্য 1.18 লাখ টাকা।বাজারে এই মডেলটির দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ফিচারস,দুর্দান্ত লুক,সব মিলিয়ে নজর কেড়ে নিতে প্রস্তুত এই মডেল।

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

1 thought on “Honda SP 160: কপাল পুড়ল Apache-এর! দুর্দান্ত মাইলেজ সহ অত্যাধুনিক ফিচারস সহ বাজার কাঁপাতে আসছে Honda-এর এই বাইক”

Leave a Comment