AVON E Plus: বর্তমানে বাইক, স্কুটারের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তাই নিত্যনতুন বাইক, স্কুটারের মডেল বাজারে প্রতিনিয়ত লঞ্চ করা হচ্ছে। পাশাপাশি পেট্রোল বা ডিজেলের আকাশছোঁয়া দামের জন্য ইলেকট্রিক গাড়ির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন কোম্পানি নতুন নতুন ইলেকট্রিক স্কুটার বাজারে আনছে। তেমনি একটি ইলেকট্রিক স্কুটার Avon E plus একটি ইলেকট্রিক স্কুটার। যার ব্যাটারি ক্যাপাসিটি 0.58KWh। এই স্কুটারে 220 ওয়াটের BLDC মোটর রয়েছে।এই ব্যাটারী সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় 4 ঘণ্টা থেকে 8 ঘণ্টা।এর সামনে পিছনে সুরক্ষার জন্য দেওয়া হয়েছে ড্রাম ব্রেক।
Avon E Plus Features:
১.ক্রুজ কন্ট্রোল
২.সিঙ্গেল সিট
৩. এই স্কুটার টি ৮০ কেজি ভার বহন করার ক্ষমতা সম্পন্ন।
৪.হ্যালোজেন হেড লাইট
৫.বাল্ব টেইল লাইট আর রেডিয়াল টায়ার আছে।
আরও পড়ুন: Ola Electric Scooter: ১০ হাজার টাকার ছাড় পাবেন ওলার এই স্কুটারে; কতদিন চলবে অফার!
Avon E Plus electric scooter Specifications:
এটি একটি ইলেকট্রিক মোপেড স্কুটার।এই ইলেকট্রিক স্কুটারটির বিশেষত্ব হলোএকবার চার্জ দিলে স্কুটারটি ৫০ কিলোমিটার পথ যেতে পারে।এতে সেল্ফ স্টার্ট ফিচার রয়েছে।
Avon E Plus electric scooter price:
এখন চাহিদা অনুযায়ী বিভিন্ন রেঞ্জের স্কুটার বাজারে এসেছে। সাধারণ মানুষ যাতে তাদের সাধ্যের মধ্যে স্কুটার কিনতে পারে,তার কথা মাথায় রেখেই এবার বাজারে এই রেঞ্জের স্কুটার আনা হয়েছে।এই স্কুটারের এক্স শোরুমে মূল্য ২৫ হাজার টাকা।RTO চার্জ ,ইন্সুরেন্স ২ হাজার ৮৭১ টাকা সহ অন্যান্য সমস্ত চার্জ মিলিয়ে স্কুটারটির ও রোড প্রাইজ ২৯ হাজার ৩৭১ টাকা।এই স্কুটারটি EMI সিস্টেমে কিনতে পারেন।সেক্ষেত্রে ৯.৭ শতাংশ সুদের হারে,প্রতি মাসে ৮৪৭ টাকা দিতে হবে। এই স্কুটারটির প্রতিদ্বন্দ্বী হল – Velve Motors VEV 01। যার মূল্য 32 হাজার 500 টাকা।Ujaas eZy। যার মূল্য 31 হাজার 800 টাকা।Ujaas eGo LA যার মূল্য 34 হাজার 800 টাকা।
1 thought on “AVON E Plus: একবার চার্জেই ছুটবে ৫০ কিলোমিটার! মাত্র ৮৪৭ টাকায় আজই ঘরে নিয়ে আসুন এই টু হুইলার”