Simple Energy One: পরিবেশ দূষণ রুখতে এবং পেট্রোল-ডিজেলের খরচ বাঁচাতে বর্তমানে ইলেকট্রনিক গাড়ির চাহিদা বৃদ্ধি পেয়েছে। এবার লঞ্চ করলো নতুন Simple Energy One স্কুটারটি। এই গাড়িটি পাওয়া যাবে অনেক কম দামে। যদি ই-স্কুটার কিনতে চান কম দামে তাদের জন্য আদর্শ এই স্কুটারটি। কারণ তথ্য অনুযায়ী গত বছরে তুলনায় ভারতে 33.3 শতাংশ বেশি ইলেকট্রিক টু হুইলার বিক্রি হয়েছে। সম্পূর্ণ স্কুটারের দাম একবারে না দিতে চাইলে EMI সিস্টেমও দেওয়ায় যাবে। এবার জেনে নেওয়া যাক গাড়িটি সম্পর্কে বিস্তারিত।
Simple Energy One 2024 এর ব্যাটারি ও রেঞ্জ:
চালিকা শক্তির কথা বললে এতে একটি 4.5kWh লি আয়ন ব্যাটারি দ্বারা চালিত হয় যা 105kmph এর সর্বোচ্চ গতি প্রদান করে। স্কুটারটি চার্জ হতে সময় নেয় ৫ ঘন্টা ৫৪ মিনিট। আর একবার চার্জে 212 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অফার করে। অন্যান্য বৈশিষ্ট্যের কথা বলে এতে রয়েছে টেলিস্কোপিক ফর্কা সাসপেনশন, পিছনে টুইন শক, উভয় চাকায় ডিস্ক ব্রেক ইত্যাদি।
আরও পড়ুন: Ola Electric Scooter: ১০ হাজার টাকার ছাড় পাবেন ওলার এই স্কুটারে; কতদিন চলবে অফার!
Simple Energy One 2024 এর কালার অপশন ও ভ্যারিয়েন্ট:
Simple Energy One এর একটি ভেরিয়েন্ট উপলব্ধ যার এক্স শোরুম মূল্য 1,65,999 টাকা। অন রোড এর দাম আপনার রাজ্য এবং শহর অনুযায়ী পরিবর্তন হবে। স্কুটার দিয়ে আপনি 7 আকর্ষণীয় রং এর বিকল্পে কিনে নিতে পারবেন। এর মধ্যে রয়েছে Grace White, Light X, Azure Blue, Namma Red, Cosmic Black, Mud Rush।
Simple Energy One 2024 এর EMI প্ল্যান:
মাত্র ১৫ হাজার টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে স্কুটারটি পেয়ে যাবেন। এরপর 9.7% সুদের হারে তিন বছরের জন্য প্রতিমাসে কিস্তি দিতে হবে। প্রতি মাসে আপনার কিস্তি পড়বে 4461 টাকা।