KTM Duke 200: বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রতিটি মানুষের কাছেই ধীরে ধীরে বাড়ছে বিভিন্ন রকমের বাইকের চাহিদা। তবে দেখা গেছে যুব সমাজের কাছে বিভিন্ন ধরনের স্পোর্টস বাইকের চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলেছে। আর এই তালিকায় অন্যতম একটি বাইক কোম্পানি হচ্ছে KTM। KTM কোম্পানি মূলত তাদের প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টস বাইক গুলির জনই বিখ্যাত। বরাবরই তারা বিভিন্ন স্পোর্টস বাইক লঞ্চ করে এসেছে। এবার দুর্দান্ত অফারে তাদের একটি মডেল নিয়ে এসেছে KTM। মডেলটি হলো KTM Duke ২০০। এই প্রতিবেদন থেকে জেনে নিন কিভাবে আপনিও দুর্দান্ত অফারে পেয়ে যেতে পারেন এই দুর্দান্ত বাইকটি।
KTM Duke 200 Powerful Engine and Performance:
আপনি মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে পেয়ে যেতে পারেন KTM এর এই দুর্দান্ত বাইকটি। ২০০ cc এর লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে যেটি ২৫ ps শক্তি এবং ১৯.২ Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। বাইকটি র ওজন রয়েছে মাত্র ১৫৯ কেজি। এবং বাইকটি তে ১৩.৪ লিটারের ট্যাংক দেওয়া হয়েছে। কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে এই গাড়িটি লিটার প্রতি ৩৪ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম।
আরও পড়ুন: AVON E Plus: একবার চার্জেই ছুটবে ৫০ কিলোমিটার! মাত্র ৮৪৭ টাকায় আজই ঘরে নিয়ে আসুন এই টু হুইলার
KTM Duke 200 Bike Features:
এছাড়াও KTM Duke ২০০ মডেলটিতে সুপার মোটো মোড এর মতো আরো বেশ কিছু উন্নত মনের ফিচার্স দেওয়া হয়েছে। এই বাইকে অতিরিক্ত সুরক্ষার কথা মাথায় রেখে দেওয়া হয়েছে ডবল চ্যানেল ABS। এছাড়াও স্পিডোমিটার, ওডোমিটার, ট্যকমিটার, ফুয়েল গেজ, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ট্রিপ্মিটারের মতো ফিচারস তো রয়েইছে।
KTM Duke 200 Price:
ভারতের বাজারে এক্স শোরুম দিল্লীর হিসেবে KTM Duke ২০০ এর মূল্য হলো ১,৯৬,৬৮৫ টাকা। কিন্তু বর্তমানে আপনি এই বাইকটি পেয়ে যেতে পারেন মাত্র ৫০ হাজার টাকায়। বর্তমানে বিভিন্ন জায়গা বা ওয়েবসাইট থেকে সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রির চল অনেকটাই বেড়েছে। বাইকের কন্ডিশন দেখে শুনে অনেকেই সেই সেকেন্ড হ্যান্ড বাইক কিনে থাকেন। এবার OLX এ এই KTM DUKE ২০০ গাড়িটি লিস্টেড করা হয়েছে মাত্র ৫০ হাজারে। যেই গাড়িটি কেনা ২০১৩ সালে। এখনো পর্যন্ত গাড়িটি সর্বমোট ৪১ হাজার কিলোমিটার চালানো হয়েছে। চাইলে এই লাখ টাকার গাড়িটি আপনিও নিয়ে নিতে পারেন মাত্র ৫০ হাজারে।
আরও পড়ুন: Ola Electric Scooter: ১০ হাজার টাকার ছাড় পাবেন ওলার এই স্কুটারে; কতদিন চলবে অফার!
2 thoughts on “KTM Duke 200: এযেন মধ্যবিত্তদের কাছে স্বপ্ন! মাত্র ৫০ হাজারে আজই ঘরে আনুন KTM Duke! জানুন কীভাবে”