Ola Electric Scooter: ওলা স্কুটারের উপর মিলবে ১০ হাজার টাকার ছাড়। S1X মডেলের দাম ১০ টাকা কমানো হয়েছে। এই মডেলের সব ভ্যারিয়েন্টের দামই একইভাবে কমানো হয়েছে। ওলা ইলেকট্রিকের CEO ওলার ভবীশ আগরওয়াল তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে এই সংবাদ জানিয়েছেন। এই স্কুটারটি কিনতে চাইলে পাওয়া যাবে দারুন অফার।
ওলা ইলেকট্রনিক স্কুটারের (Ola Electric) ফিচারস:
Ola S1X-এর টপ এন্ড ভ্যারিয়ান্ট একবার সম্পূর্ণ চার্জে টানা ১৯০ কিমি পর্যন্ত চলতে পারে। রেঞ্জ এর অনেকটাই বেশি। এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে একটি ফ্রি আনলক কি সিস্টেম। এছাড়া একটি ১০.৯ সেন্টিমিটার সেগমেন্টের টাচস্ক্রিন রয়েছে। অন্যদিকে এই মডেলের ২ কিলোওয়াট আওয়ার ভ্যারিয়ান্টের রেঞ্জ হল ৯৫ কিমি এবং ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ভ্যারিয়ান্টের রেঞ্জ ১৪৩ কিমি।
ওলা ইলেকট্রনিক স্কুটারের (Ola Electric) বিশেষত্ব:
সম্প্রতি জানা গিয়েছে চালক ছাড়াই চলবে এমন এক অভিনব বৈদ্যুতিন স্কুটার আনতে চলেছে ওলা ইলেকট্রিক। এই স্কুটারটি নাকি ব্যাটারি শেষ হয়ে গেলে নিজে থেকেই নিকটবর্তী চার্জিং স্টেশনে গিয়ে চার্জ দিয়ে নিতে সক্ষম। এতে থাকছে এআই ফিচার্স। এর নাম দেওয়া হয়েছে ওলা সোলো। স্পিড বাম্প ও ট্রাফিক নেভিগেশনে ১০০ শতাংশ সক্ষম এই ওলা স্কুটার।
ওলা ই-স্কুটারের আকর্ষণীয় প্রযুক্তি:
এই ওলা সোলোতে রয়েছে quickie.AI প্রযুক্তি যার সাহায্য এতে আনা হয়েছে গ্রাউন্ড ব্রেকিং ফিচার্স। চলতে চলতেই তাৎক্ষণিকভাবে সমস্ত সিদ্ধান্ত নিতে পারে ওলা সোলো। ওলা ইলেকট্রিকের যে নিজস্ব চিপসেট, তা ব্যবহার করা হয়েছে এই মডেলে। আর এই জন্যেই ওলা সোলো তাৎক্ষণিকভাবে ট্রাফিক শনাক্ত করতে পারে।
বর্তমান বাজারে এই S1X মডেলটির দাম:
ওলা S1X মডেল এখন বাজারে তিনটি ব্যাটারি ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে। এখন এই স্কুটারের এক্স শো-রুম দাম ৬৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। আগে ওলার এই মডেলে স্কুটারের ২ কিলোওয়াট আওয়ার ও ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ভ্যারিয়ান্টের দাম ছিল ৭৯,৯৯৯ টাকা। এখন সেই দাম কমে গিয়েছে ১০০০০ টাকা। যেখানে ওলার এই মডেলের টপ এন্ড ভ্যারিয়ান্ট ৪ কিলোওয়াট আওয়ারের দাম ছিল ১,০৯,৯৯৯ টাকা, সেখানে এই ভ্যারিয়ান্টের দাম হয়েছে এখন ৯৯,৯৯৯ টাকা। Ola S1-এর দাম আগে ছিল ৮৯,৯৯৯ টাকা, আর এখন তাঁর দাম হয়েছে ৮৪,৯৯৯ টাকা।