ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

Bajaj Platina: দুর্দান্ত মাইলেজসহ মাত্র ৩ হাজারেই ঘরে আনুন Bajaj Platina!

Updated on:

Bajaj Platina: প্রতিদিন অফিস যাতায়াত হোক অথবা অন্য কোথাও, সব ক্ষেত্রে মোটরসাইকেলের ব্যবহার সবথেকে বেশি। আর এই দৌড়ে মূলত ভালো মাইলেজ সম্পন্ন বাইকের চাহিদা বেশি দেখা যায়। যে টু হুইলারে একদিকে ভালো মাইলেজ পাওয়া যাবে এবং মেইনটেনেন্স খরচও কম হবে।তাই যারা ভালো মাইলেজ সম্পন্ন গাড়ির খোঁজ করছেন এবার তাদের জন্য এই চিন্তার অবসান ঘটিয়েছে Bajaj. আমাদের প্রতিবেদনে আজ যে বাইকটি সম্বন্ধে আলোচনা করতে চলেছি সেটি আপনি এখন আনতে পারেন মাত্র 3000 টাকার বিনিময়ে।অবাক হচ্ছেন? আসুন বিস্তারিত জেনে নিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bajaj Platina: Mileage

সংস্থার পক্ষ থেকে 2টি ভেরিয়েন্টে উপলব্ধ করা হয়েছে এই বাইকটি। এর একটি ভেরিয়েন্টে রয়েছে 102CC ইঞ্জিন অপরটি ভেরিয়েন্টে রয়েছে 115.45 CC ইঞ্জিন।Bajaj Platina 110 গাড়িটিতে মাইলেজ দেবে 70Kmpl এবং বাজাজ প্লাটিনা 100 গাড়িটিতে মাইলেজ দেবে 72Kmpl

Bajaj Platina: Specification 

এই গাড়িটিতে কি কি ফিচার্স থাকছে আসুন জেনে নিন।হাই মাইলেজ ও বাজেট ফ্রেন্ডলি দামে পাওয়া গেলেও ফিচার্সের দিকে যে গুরুত্ব দেয়নি তা কিন্তু নয়।এই বাইকটিতে পেয়ে যাবেন অত্যাধুনিক সব ফিচার্স। এতে দেওয়া হয়েছে এলইডি ডিআরএল এর সুবিধা, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, পাওয়ার স্টার্ট, ডিস্ক ব্রেক সহ ফিচার্সগুলি।Bajaj Platina 110 গাড়িটিতে রয়েছে 115.45cc এয়ার কুলড ইঞ্জিন। এর থেকে আউটপুটের পরিমাণ 8.6PS শক্তি ও 10.80Nm টর্ক।অপর ভেরিয়েন্ট অর্থাৎ বাজাজ প্লাটিনা 100 বাইকটিতে রয়েছে 102সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। এটি 7.2bhp শক্তি প্রদান করতে সক্ষম।

বাজারে এই বাইকের দাম শুরু হয়েছে ৬০ থেকে ৭০ হাজার টাকা।তবে এই বাইক কেনার ক্ষেত্রে পেয়ে যাবেন ইএমআই সুবিধাও। ডাউন পেমেন্টের পর আপনাকে মাসে 2 থেকে 3 হাজার টাকা ইএমআই দিতে হবে।এই বাইকটি কিনতে চাইলে আপনার নিকটবর্তী শোরুমে গিয়ে আরও বিস্তারিত জেনে নিতে পারেন।

আরও পড়ুন: KTM Duke 200: এযেন মধ্যবিত্তদের কাছে স্বপ্ন! মাত্র ৫০ হাজারে আজই ঘরে আনুন KTM Duke! জানুন কীভাবে

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment