ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

Simple Energy One: একবার পুরো চার্জেই ছুটবে ২১২ কিমি; মাত্র ৪৪৬১ টাকায় ঘরে আনুন এই স্কুটার

Updated on:

Simple Energy One: বর্তমানে সব জিনিসের দাম আকাশছোঁয়া।পেট্রোলের দাম বিশেষ করে দিন দিন যে হারে বাড়ছে তাতে যারা নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন তাদের কপালে চিন্তার ভাঁজ।কিন্তু বর্তমানে পেট্রোল চালিত গাড়ির বিকল্প হিসেবে ইলেকট্রিক স্কুটি বাজারে এসে গেছে।এই স্কুটি পরিবেশ বান্ধব হিসেবেও পরিচিত।এর দ্বারা পরিবেশের কোনরকম দূষণ ঘটে না।আর এর দাম খুব একটা বেশি নয়। পকেট ফ্রেন্ডলি বাজেটে মিলবে স্কুটি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিভিন্ন কোম্পানির ইলেকট্রিক স্কুটি বাজারে এসে গেছে।আপনি যদি ভাবেন স্কুটি কিনবেন,তাহলে দেরি কিসের।বেঙ্গালুরুর কোম্পানি Simple Energy সদ্যই বাজারে নিয়ে এসেছে দারুন ইলেকট্রিক স্কুটি।শক্তিশালী মোটর ও আধুনিক ফিচারস সম্পন্ন এই স্কুটি বাজারে দারুণ সাড়া ফেলেছে।

Simple Energy One 2024 Motor & Engine:

স্কুটি প্রেমীদের জন্য আদর্শ মডেল এটি।একবার চার্জ দিলে গাড়িটি ২১২ কিলোমিটার রেঞ্জ দেয়।৪.৫ kwh শক্তিশালী লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে।৪.৫ kw শক্তি এবং ৭২ Nm টর্ক উৎপাদন করতে সক্ষম এই ব্যাটারি।

Simple Energy One Specifications:

  • যেসমস্ত আধুনিক ফিচারস এতে আছে সেগুলি হল-
  1. এতে রয়েছে ৭ ইঞ্চি টিএফটি স্ক্রিন রয়েছে।
  2. হাইটেক ফিচারে পূর্ণ এই মডেল।
  3. নেভিগেশন সিস্টেম,জিও ফেন্সিং,OTA আপডেট ইত্যাদি ব্যবস্থা আছে এতে।

Simple Energy One 2024 Price:

এই স্কুটারের প্রারম্ভিক দাম 1,65,999 টাকা।এই মডেলে সাতটি রঙের বিকল্প পেয়ে যাবেন।এছাড়া এর রেঞ্জ এবং পারফরমেন্স এক কথায় অসাধারণ।

Simple Energy One Finance Plan:

সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে একসাথে এতগুলো টাকা দিতে গাড়ি কেনা সব সময় সম্ভব হয়ে ওঠে না।তাদের জন্য দারুণ EMI প্ল্যান এসে গেছে।তাদের 15 হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে।তাহলেই গাড়ি ঘরে আনতে পারবেন।9.7% সুদের হারে তিন বছরে প্রতি মাসে ৪৪৬১ টাকা করে দিলেই হবে।এবার নতুন বছরে সবার মুখে হাসি ফুটবে।ঘরে আনুন নতুন অতিথিকে।

আরও পড়ুন: Hero HF Deluxe: জলের দামে আধুনিক ফিচারসসহ বাইক লঞ্চ করল HERO MOTORS; জানুন বিস্তারিত

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment