ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

Maruti WagonR EV: একবার চার্জে চলবে ২৩০ কিমি! নতুন মডেল নিয়ে আসছে Maruti

Updated on:

Maruti WagonR EV: Maruti Suzuki হল বিখ্যাত একটি অটোমোবাইল সংস্থা।একের পর এক চমকপ্রদ মডেল বাজারে নিয়ে আসছে।এবার এই কোম্পানি বাজারে ইলেকট্রিক গাড়ি।বর্তমানে বাজারে সব থেকে বেশি চাহিদা হল ইলেকট্রিক গাড়ির। পেট্রোলের দাম দিন দিন আকাশ ছোঁয়া হওয়ার জন্য বর্তমানে বিভিন্ন কোম্পানী বাজারে নিয়ে এসেছে ইলেকট্রিক গাড়ি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Maruti কোম্পানির জনপ্রিয় একটি মডেল হল WagonR এই গাড়ির হাত ধরেই ইলেকট্রিক গাড়ির বাজারে পা রাখতে চলেছে এই কোম্পানি।২০১৮ সাল থেকে Maruti অল ইলেকট্রিক ওয়াগনার হ্যাজব্যাকের টেস্টিং চালাচ্ছে।আজকের প্রতিবেদন থেকে গাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

Maruti WagonR EV:

জাপানে অনুষ্ঠিত একটি মোবিলিটি শোতে প্রথম মারুতি কোম্পানি EWX কনসেপ্টে মিনি Wagon EV প্রদর্শন করেছিল।

Maruti WagonR EV: মাইলেজ:

এখনও পর্যন্ত জানা গেছে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই মডেলে।এছাড়া আরো অনেক হাইটেক বৈশিষ্ট্য আছে এতে।এই মডেলটির কনসেপ্ট এবং ডিজাইন বেশ নতুন রকমের এবং আকর্ষণীয়। জানা যাচ্ছে একবার চার্জ দিলে গাড়িটি ২৩০ কিলোমিটার পর্যন্ত যাবে।

আরও পড়ুন: Hero Passion XTec: এক লিটার তেলে চলবে ৬৮ কিলোমিটার! Passion XTec-এর ফিচারস অবাক করবে আপনাকেও

Maruti WagonR EV: ফিচারস:

Maruti WagonR EV একটি হ্যাচব্যাক গাড়ি।এটি ধূমকেতু ইভি, পাঞ্চ ইভি এবং টিয়াগো ইভির যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। যে সমস্ত আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে এটি তে সেগুলি হল

  • এতে রিমোট বিহীন চাবি ব্যবহার করা হয়েছে।ঐতিহ্যবাহী চাবি ব্যবহার না করেই গ্রাহক গাড়ির ভিতরে প্রবেশ করতে পারবেন।
  • ব্লুটুথ কানেক্টিভিটি,USB পোর্ট ,AUX ইনপুট ইত্যাদি বৈশিষ্ট্য আছে।যার সাহায্যে গ্রাহক তাদের পছন্দ মত সঙ্গীত,পডকাস্ট এবং অন্যান্য মিডিয়া সহজে এক্সেস করতে পারবে।
  • হ্যালোজেন হেড লাইট রয়েছে এতে।
  • মারুতি সুজুকি ওয়াগানর উন্নত নিরাপত্তা এবং সুবিধার জন্য রিয়ারভিউ ক্যামেরা এবং পার্কিং সেন্সর আছে।

Maruti WagonR EV: Price:

কবে লঞ্চ হতে চলেছে এই মডেল সেই সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায় নি।তবে ২০২৬ সালের মধ্যেই বাজারে আসতে পারে।এই গাড়ির মূল্য এক্স শোরুমে 8.50 লক্ষ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment