Shah Rukh Khan: সিনেমা আর্টিস্ট হোক বা ক্রিকেটার তারকা মানেই তার প্রয়োজন পড়ে বাড়তি সুরক্ষার।সেই জন্যই বর্তমানে ‘দেহরক্ষী’ বা ‘বডিগার্ড’ কথাটির প্রচলন অনেকটাই বেড়ে গিয়েছে। শুধুমাত্র অভিনেতা-অভিনেত্রীই নন বিশেষ সুরক্ষার প্রয়োজন পড়ে নেতা, মন্ত্রী থেকে শুরু করে খেলোয়াড়দেরও, আর এর জন্য দরকার হয় একেবারে পার্সোনাল বডিগার্ড। এই কাজে বডিগার্ড বা দেহরক্ষীদের বেতনও কিন্তু হয় বেশ চমকপ্রদ। দেহরক্ষীর কাজ যে খুব সহজ তা কিন্তু নয়,তারকার সুরক্ষার জন্য তাদের দক্ষতা দিয়ে নিজের কাজটিকে সামলাতে হয়।
অন্যান্য তারকাদের মতো বলিউড বাদশা শাহরুখ খানেরও (Shah Rukh Khan) রয়েছে এক বিশেষ দেহরক্ষী।নিজের ব্যক্তিগত জীবন ছাড়া সব সময় সব কাজের জন্যই তার দেহরক্ষীর উপর নির্ভর করেন শাহরুখ খান।শাহরুখ খানের এই দেহরক্ষীর নাম রবি।নিজের নিজের ছেলেমেয়েদের সুরক্ষার ক্ষেত্রেও এই রবির উপর সব সময় ভরসা করেন বলিউডের বাদশা।
জানা গিয়েছে একসময় রবি দেশ-বিদেশে বিভিন্ন তাবড়-তাবড় তারকাদের দেহ রক্ষার কাজ করতো।তাই রবির কাজের উপর অনেকটাই ভরসা করেন শাহরুখ নিজেও।বর্তমানে কিছুটা বিতর্কের মধ্যেই রয়েছেন বলিউডের বাদশা।কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘পাঠান’,যা নিয়ে রাজনৈতিক তর্জাও শুরু হয়ে গিয়েছিল। অবশ্য শেষ পর্যন্ত সেন্সর বোর্ডের তরফ থেকে ছবির বেশ কিছু দৃশ্য কেটে ছেঁটে বাদ দিতে হয়েছে। যদিও এত কিছুর পরেও প্রেক্ষগৃহে বেশ রমরমিয়েই চলছে পাঠান,তার কৃতিত্ব অবশ্য বাদশার ভক্তদের।
শাহরুখ খানের (Shah Rukh Khan) দেহরক্ষী রবির বেতন শুনলে অনেক বড়ো বড়ো অফিসাররাও রীতিমতো চমকে উঠবেন।য যদিও শাহরুখ খান বছরে যা আয় করেন তার কাছে এই টাকা খুবই নগণ্য।কিন্তু রবির বেতন শুনে বাদশার ভক্তরাও রীতিমতো চমকে উঠেছে। সূত্র থেকে জানা গিয়েছে বাদশার বিশেষ দেহরক্ষী রবির বার্ষিক বেতনের অংক ২.৫ কোটি টাকা। বিশেষজ্ঞমহল অবশ্য বলছে বলিউড বাদশার দেহরক্ষীর এরূপ মাইনে হওয়াটা অস্বাভাবিক নয়।