Railways: প্রতিটি ট্রেনের বগিতে ৫টি সংখ্যায় কী লেখা থাকে? ৯৯% মানুষ জানেন না এর আসল অর্থ

WhatsApp Channel Join Now
Telegram Channel Subscribe

Railways: বর্তমান সময়ে দাঁড়িয়ে অল্প খরচে নিজের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ট্রেনের জুড়ি মেলা ভার। অনেকেই নিত্য ট্রেনে (Railways) যাতায়াত করেন। কিন্তু বেশিরভাগ মানুষই ট্রেন সম্পর্কে বেশ কিছু তথ্য জানেন না। অনেকেই জানেন যে স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকলেও এর ইঞ্জিন কখনো বন্ধ করা হয় না। অনেকেই এ নিয়ে ভেবেছেন। কিন্তু সকলে এর আসল উত্তর জানেন না। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের এই কৌতূহল নিবারণ করতে এসেছি।

আসলে ট্রেনের ইঞ্জিন বিভিন্ন ক্রিয়া-কলাপ করার পরেই চালু করতে হয়। ইঞ্জিন চালু করতে সময় লাগে 5 থেকে 6 মিনিট। কখনো কখনো এর বেশিও লাগে। তাই এই সময়ের মধ্যে যদি হঠাৎ হলুদ বা সবুজ সিগনাল দেওয়া হয় তাহলে সেই অল্প সময়ের মধ্যে ট্রেন ইঞ্জিন বন্ধ থাকলে যেতে পারে না। ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায়। এইজন্য ট্রেনের ইঞ্জিন সবসময় চালু রাখা হয়।

এছাড়াও ট্রেনের ইঞ্জিন গুলিতে এয়ার কম্প্রেসার ব্রেক থাকে। এইগুলি সঠিকভাবে কাজ করার জন্য বাতাসের চাপ এর প্রয়োজন হয়। আর ইঞ্জিন চালু না থাকলে এয়ার কম্প্রেসার কাজ করবেনা। এই কারণে ট্রেন স্টেশনে পৌঁছে গেলেও রেল ইঞ্জিন বন্ধ করা হয় না। তাছাড়াও ট্রেনের ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে পূর্ণ ব্যাটারির চার্জের প্রয়োজন হয়। ট্রেনের বাল্ব ও অন্যান্য উপকরণ গুলি ব্যাটারিতে চলে। তাই খুব বেশি চার্জ থাকে না। ফলে রেল ইঞ্জিন বারবার বন্ধ ও চালু করলে ব্যাটারীতে চাপ পড়ে। আর এই কারনেই অল্পসময়ের জন্য ডিজেল ইঞ্জিন গুলোকে বন্ধ করা হয় না।

ট্রেনে (Railways) যাতায়াতের সময় অনেকেই হয়তো দেখবেন ট্রেনের বগিতে পাঁচ অঙ্কের সংখ্যা লেখা থাকে। প্রতিটি বগিতেই এই ধরনের সংখ্যা দেখতে পাবেন সকলে। আসলে প্রথম দুটি সংখ্যা দ্বারা কোচের সাল বোঝা যায়। আর পরের তিনটি সংখ্যা দিয়ে বোঝা যায় বগির সম্বন্ধে। ধরুন কোন বগির গায়ে লেখা রয়েছে 13328। অর্থাৎ এই নম্বরের প্রথম দুটি সংখ্যা 1 ও 3 দেখে বুঝতে হবে বগিটি 2013 সালে তৈরি হয়েছে। এই নম্বরটির শেষ তিনটি সংখ্যার 328 দেখে বুঝতে হবে বগিটি দ্বিতীয় ক্লাস স্লিপার।

Railways
Railways

001-025 এর মধ্যে শেষের সংখ্যা তিনটি হলে বগি এসি ফার্স্ট ক্লাস।
026-050 এর মধ্যে হলে বগি কম্পোজিট 1 এসি + এসি দুটি।
051-100 এর মধ্যে হলে বগি এসি দুটি।
101-150 এর মধ্যে হলে এসে তিনটি।
151-200 এর মধ্যে হলে এসি চেয়ার কার ( সি সি)।
201-400 এর মধ্যে হলে বগিটি দ্বিতীয় ক্লাস স্লিপার।
401-600 এর মধ্যে হলে বগি দ্বিতীয় ক্লাস জেনারেল।
601-700 এর মধ্যে হলে বগি সেকেন্ড ক্লাস সিসি।
701-800 এর মধ্যে হলে সিটিং কামরা + লাগেজ।
801 থেকে বগি পেন্ট্রিকার, জেনারেটর অথবা মেল।

Viral Video: বয়স তো সংখ্যা মাত্র, শূন্যে সাইকেল চালাচ্ছেন এই বৃদ্ধা ঠাকুমা, নিমেষেই ভিডিও ভাইরাল !!

Leave a Comment