MG Comet EV: পরিবেশ দূষণ যে হারে বৃদ্ধি পাচ্ছে,সেটা রুখতে এখন তৎপর হয়েছে জনগণ।সেই কথা মাথায় রেখে বর্তমানে বিভিন্ন পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি বাজারে এসে গেছে।দাম ও সাধ্যের মধ্যে।ভারতবর্ষে বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত সম্প্রদায় ভুক্ত।তাই তাদের কথা মাথায় রেখেই বিভিন্ন সংস্থা বাজারে এনেছে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন মডেল। এই প্রতিবেদন থেকে জেনে নেবো MG কোম্পানীর একটি মডেল সম্পর্কে।
MG Comet EV: Price
MG মোটর সম্পন্ন করেছে তার প্রতিষ্ঠার ১০০ বছর।সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে MG মোটর MG Comet EV বাজারে নিয়ে এসেছে।দামের ক্ষেত্রে ১.৪০ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে কোম্পানি।গাড়িটির বর্তমানে প্রারম্ভিক মূল্য ৬.৯৯ লক্ষ টাকা।গাড়িটি যখন লঞ্চ করা হয় তখন এর দাম ছিল ৭.৯৮ লক্ষ টাকা ।বর্তমানে ১.৪০ টাকা ছাড় দিয়ে দাম নির্ধারণ হয়েছে।তবে বিভিন্ন ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম নির্ধারিত হয়।
MG Comet EV: বিভিন্ন ভ্যারিয়েন্ট
MG Comet EV এর এই মুহূর্তে তিনটি ভ্যারিয়েন্ট আছে। Pace,Play,Plush. এন্টি লেভেল ভ্যারিয়েয়েন্টের মূল্য ১ লক্ষ টাকা পর্যন্ত কমানো হয়েছে।অন্য দুটি ভ্যারিয়েন্টের মূল্য ১.৪০ লক্ষ টাকা কমানো হয়েছে। Pace ভ্যারিয়েন্টটির পূর্বে দাম ছিল ৭.৯৮ লক্ষ টাকা আর নতুন দাম ৬.৯৯ লক্ষ টাকা। অপরদিকে Play,Plush ভ্যারিয়েন্টের পূর্বে দাম ছিল ৯.২৮ লক্ষ এবং ৯.৯৮ লক্ষ টাকা দাম।বর্তমানে এই দুটি ভ্যারিয়েন্টের মূল্য ৭.৮৮ লক্ষ এবং ৮.৫৮ লক্ষ টাকা।
MG Comet: Range
MG Comet EV মডেলটি একবার চার্জ দিলে ২৩০ কিলোমিটার রেঞ্জ চলতে সক্ষম।এই মডেলে ১৭.৩kwh ব্যাটারি প্যাক রয়েছে।কম বাজেটে যদি কেউ যদি ভালো ইলেকট্রিক স্কুটি খুঁজছেন,তাহলে নিঃসন্দেহে এই স্কুটি ঘরে আনতে পারেন।
আরও পড়ুন: Hero HF Deluxe: জলের দামে আধুনিক ফিচারসসহ বাইক লঞ্চ করল HERO MOTORS; জানুন বিস্তারিত
আরও পড়ুন: KTM Duke 200: এযেন মধ্যবিত্তদের কাছে স্বপ্ন! মাত্র ৫০ হাজারে আজই ঘরে আনুন KTM Duke! জানুন কীভাবে
2 thoughts on “MG Comet EV: মধ্যবিত্তদের জন্য সুখবর! এইবার স্বল্প দামে ঘরে আনুন এই চারচাকা!”