Tata Nano EV: সারা বিশ্বে এখন ইলেকট্রিক ভেহিকলের চাহিদা ঊর্ধ্বগগনে। ভারতেও সেই চাহিদা নেহাত কম নয়। বিগত কয়েক মাসে দেশে পাল্লা দিয়ে একের পর এক ইলেকট্রিক স্কুটার ও বাইক লঞ্চ করেছে। সেই সঙ্গেই আবার বেশ কিছু ইলেকট্রিক চারচাকাও ভারতে এসেছে। আর ইলেকট্রিক গাড়ির সেগমেন্টে দেশে এই মুহূর্তে দাপট দেখিয়ে চলেছে Tata Motors।
Tata Nano EV: Specification
এর মধ্যেই জল্পনা চলছে, Tata Nano গাড়িটি খুব শীঘ্রই ভারতে ফিরতে পারে ইলেকট্রিক অবতারে। এক দশকেরও বেশি সময় আগে Tata Nano পেট্রল গাড়িটি ভারতের সবথেকে সস্তার ফোর হুইলার হিসেবে হাজির হয়েছিল। একলাখি গাড়িটি জনপ্রিয়ও হয়েছিল ব্যাপক পরিমাণে। মনে করা হচ্ছে, সব কিছু ঠিক থাকলে Auto Expo 2023 ইভেন্টেই এক ঝলক দেখানো হতে পারে Tata Nano EV-র। সেই এক ঝলক দেখার আগেই গাড়িটির সম্ভাব্য দাম, ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
আরও পড়ুন: MG Comet EV: মধ্যবিত্তদের জন্য সুখবর! এইবার স্বল্প দামে ঘরে আনুন এই চারচাকা!
Tata Nano EV: Features
সস্তার গাড়ির সবথেকে জরুরি বিষয় হল তার মাইলেজ। ইলেকট্রিক ভেহিকলের ক্ষেত্রে তা রেঞ্জ, অর্থাৎ একবার চার্জে ইভিটি কত কিলোমিটার দৌড়তে পারে। জানা গিয়েছে, Tata Nano EV একবার চার্জে 300 Km পর্যন্ত দৌড়তে পারে। একাধিক মিডিয়া রিপোর্ট থেকে এ-ও জানা গিয়েছে, কম দামি আসন্ন ইলেকট্রিক ভেহিকলটিতে 17 kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকতে পারে।Tata Nano EV-তে থাকতে পারে ব্লুটুথ, ইন্টারনেট অ্যাক্সেস, সিক্স-স্পিকার সাউন্ড সিস্টেম, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো এবং EBD সহযোগে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম।গাড়িটির দাম হতে পারে প্রায় ৩ লাখ টাকা মতো।
আরও পড়ুন: Hero HF Deluxe: জলের দামে আধুনিক ফিচারসসহ বাইক লঞ্চ করল HERO MOTORS; জানুন বিস্তারিত
1 thought on “Tata Nano EV: মধ্যবিত্তদের জন্য সুখবর! এইবার বাজেটের মধ্যে ঘরে আনুন Tata Nano EV”