Bajaj Boxer: ভারতীয় বাজারে টু-হুইলারের যথেষ্ট চাহিদা রয়েছে। গত কয়েক বছরে টু-হুইলার বিক্রির গ্রাফের দিকে দেখলে বোঝা যাবে এদেশে আশ্চর্যজনকভাবে এই টু হুইলারের বিক্রি ওপরে উঠেছে। এবার Bajaj Boxer-এর আধুনিক টেকনোলজির ওপর নির্ভর করে বাজারে আসতে চলেছে 100cc-র ইঞ্জিন যুক্ত নতুন ভার্সন।
বিগত কয়েক বছর ধরে ভারতে খুব সুনামের সাথেই ব্যবসা করছে Bajaj Motors। এই কোম্পানি তাদের ভালো পরিষেবা আর বাইকের দারুন মডেলের মাধ্যমে গ্রাহকদের মন ইতিমধ্যেই জিতে নিয়েছে। আধুনিক টেকনোলজি কে সাথে নিয়ে দুর্দান্ত কোয়ালিটির বাইক তৈরি করে এই কোম্পানি।এবার তারা নতুন আপগ্রেডের সাথে বাজারে আনতে চলেছে Bajaj Boxer-এর নতুন ভার্সন। আসুন জেনে নেওয়া যাক।
Bajaj Boxer Modern Technology:
Bajaj Boxer এর এই নতুন ভার্সন এই গাড়ি একাধিক দেশে লঞ্চ হয়েছে। ইতিমধ্যেই আফ্রিকায় এই গাড়ির চাহিদা আর নাম খুবই বিখ্যাত।আর এই চাহিদার কথা মাথায় রেখেই আধুনিক টেকনোলজির ব্যবহার করে Bajaj Boxer লঞ্চ করা হয়েছে। আফ্রিকায় এই টু-হুইলার খুব বিখ্যাত।পরিসংখ্যান বলছে আফ্রিকায় এই মডেলটি 40 শতাংশ মার্কেট ধরে রেখেছে। এছাড়া এই মডেলটি কোম্পানির তরফ থেকেও দামও সাশ্রয়ী রাখার চেষ্টা করা হয়েছে।
Bajaj Boxer 155 Launch Date In India (Expected):
ভারতীয়দের কাছে এই খবর ইতিমধ্যেই চলে এসেছে যে অন্যান্য দেশে এই গাড়ির চাহিদা অনেকটা বেশি। এরপর থেকেই এই গাড়িটি নিয়ে মানুষের কৌতুহল অনেকটাই বেড়ে গেছে।আর ঠিক এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে Bajaj Motors। Bajaj Boxer-এর হাইপ ইতিমধ্যেই ভারতে সৃষ্টি হয়ে গিয়েছে,তাই কোম্পানি এবার বাইকটি লঞ্চ করতে চলেছে। তবে বাইকটি ঠিক কবে লঞ্চ করবে তা স্পষ্ট ভাবে এখনও কোম্পানির তরফে জানানো হয়নি।
3 thoughts on “Bajaj Boxer: দুর্ধর্ষ ফিচারস সহ বাজারে আসতে চলেছে সস্তার এই বাইক! জানুন বিস্তারিত”